নয়াদিল্লি: পদ্মাবতের মুক্তি রুখতে রাজপুত কার্ণি সেনার মহিলা সদস্যরা গণ আত্মহত্যার হুমকি দিলেন। এই সংগঠনের ২৭ জন মহিলা সদস্য মধ্য প্রদেশের রতলামের জেলা প্রশাসনকে চিঠি দিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে ছবিটির প্রদর্শন বন্ধের জন্য আবেদন করেছেন। তাঁদের অনুরোধ, তা না হলে তাঁদের আত্মহত্যার আর্জি মঞ্জুর করা হোক।

রাজপুত কার্ণি সেনার রতলামের মহিলা শাখা জানিয়েছে, রাষ্ট্রপতির উদ্দেশে লেখা ২৭টি চিঠি পাঠানো হয়েছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে। সব চিঠিরই বক্তব্য এক, যেহেতু রানি পদ্মাবতীর সম্মান তাঁরা রক্ষা করতে পারছেন না, অতএব তাঁদের আত্মহত্যার অনুমতি দেওয়া হোক। তা না হলে বন্ধ হোক ছবির প্রদর্শন।

রাজস্থানের চিতোরগড়েও রাজপুত মহিলারা জহরের হুমকি দিয়েছেন। রানি পদ্মিনীর স্মৃতিতে নির্মিত একটি জহর জ্যোতি মন্দিরে গতকাল পুজো দিয়েছেন তাঁরা। এই আন্দোলনকারীদের বক্তব্য, ছবির ট্রেলার দেখেই তাঁরা বুঝতে পেরেছেন ভেতরে কী রয়েছে। মানুষ বোকা নন। এতে নারী মর্যাদার অবমাননা করা হয়েছে, দেশের সংস্কৃতির অপমান হয়েছে। ছবিতে স্বপ্নদৃশ্য রয়েছে বলেও তাঁদের দাবি।

পরিস্থিতি দেখে ঠিক হয়েছে, আজ চিতোরগড় কেল্লা বন্ধ রাখা হবে। বাড়িয়ে দেওয়া হয়েছে কেল্লার নিরাপত্তা, রানি পদ্মিনীর সঙ্গে যুক্ত চিতোরগড় মহলে পা রাখা প্রত্যেকের তল্লাশি চলছে।