নয়াদিল্লি: পদ্মাবতের ওপর কোনও নিষেধাজ্ঞা চলবে না, সব রাজ্যেই তা মুক্তি পাবে। আজ এ কথা জানিয়ে দিয়ে ৪ রাজ্যে ছবিটির ওপর নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট।
অন্য রাজ্যগুলিকেও শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, ছবিটির ওপর নিষেধাজ্ঞা আনা যাবে না, সব রাজ্যই সাংবিধানিকভাবে আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রতিজ্ঞাবদ্ধ, ছবি দেখাতে কোথাও কোনও সমস্যা হলে তাদেরই তা সমাধান করতে হবে।
২৫ তারিখ মুক্তি পাচ্ছে পদ্মাবত। প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানবিলকর ও ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বলেছে, সেন্সর বোর্ড পদ্মাবতকে সার্টিফিকেট দিয়েছে, সংবিধানের ১৯ নম্বর ধারা অনুযায়ী ছবি নির্মাতার মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। সেলুলয়েডের মাধ্যমে ছবি প্রদর্শন বাক স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের অবিচ্ছেদ্য অংশ।
এ নিয়ে ২৬ মার্চ ফের হবে শুনানি।
সেন্সর বোর্ড ছাড়পত্র দেওয়া সত্ত্বেও গুজরাত, মধ্য প্রদেশ, রাজস্থান ও হরিয়ানা সরকার পদ্মাবতের মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করে। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান নির্মাতারা। বলেন, বিশেষ কয়েকটি গোষ্ঠীকে খুশি করতে ছবিটির প্রদর্শন বন্ধ করতে চাইছে এই সব রাজ্য।
ধোপে টিকল না কার্ণি সেনার আপত্তি, ৪ বিজেপি শাসিত রাজ্য সহ সর্বত্র মুক্তি পাবে পদ্মাবত, নির্মাতাদের স্বস্তি দিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Jan 2018 12:24 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -