মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল জানিয়ে দিয়েছেন, সঞ্জয় লীলা বনশালী চাইলে পশ্চিমবঙ্গে পদ্মাবতীর মুক্তির জন্য বিশেষ ব্যবস্থা করা হবে। এরপরেই আজ আমু এই ঘোষণা করেছেন।
তিনি বলেছেন, কিছু মহিলার রাক্ষসী প্রবৃত্তি থাকে, যেমন শূর্পণখার ছিল। শূর্পণখার নাক কেটে তাঁর চিকিৎসা করেন লক্ষ্মণ, মমতা যেন সে কথা না ভোলেন।
দীপিকা ও বনশালীর মাথার দাম জারি করায় বিজেপি ইতিমধ্যেই আমুকে শো কজ নোটিশ দিয়েছে। কিন্তু তাঁর মুখ বন্ধের কোনও লক্ষণ নেই।
দেখুন সেই হুমকির ভিডিও