জম্মু: ভারতীয় সেনাদের ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়েছে পাক সেনা।এজন্য আজ সকালে চোরাগোপ্তাভাবে সীমান্ত পেরিয়ে ভারতীয় এলাকার ২৫০ মিটার ভেতরে ঢুকে পড়ছিল পাকিস্তানের স্পেশ্যাল ফোর্সের একটা দল। পুঞ্চ জেলায় ভারতীয় সেনার দুটি ফরোয়ার্ড পোস্টে এদিন রকেট ও মর্টার ছুঁড়তে শুরু করে পাক সেনা। এই গোলাগুলি চলার মধ্যেই চুপিসারে ঢুকে পড়েছিল পাক সেনার ওই দলটি। এরপর ভারতীয় টহলদারি দলে আসার অপেক্ষায় দীর্ঘক্ষণ ঘাপটি মেরে বসেছিল তারা। শেষপর্যন্ত হামলা চালিয়ে দুই জওয়ানের মাথা কেটে হত্যা করে তারা। ভারতীয় সেনার এক পদস্থ আধিকারিক এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, পাক সেনা যে পূর্বপরিকল্পনামাফিক এই হামলা চালিয়েছে তা স্পষ্ট। তাদের  বর্ডার অ্যাকশন টিম (বিএটি) কে ভারতীয় এলাকার ২৫০ মিটার ভেতরে তারা পাঠিয়েছিল।


ওই আধিকারিক জানিয়েছেন, ভারতীয় সেনার টহলদারি দল ছিল পাক দলের নিশানা।ওই দলে ৭-৮ জন ছিলেন। তাঁরা একটি পোস্ট থেকে বেরিয়েছিলেন। ওই পোস্টে তখন নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে গুলি চলছিল।  তাই কভারের জন্য যখন টহলদারি দলের জওয়ানরা ছুটছিলেন তখন দুজন পিছনে পড়ে যান। ওই দুজনের ওপর ঝাঁপিয়ে পড়ে পাক বর্ডার অ্যাকশন টিমের সদস্যরা।

বিএসএফের ২০০তম ব্যাটেলিয়নের হেড কনস্টেবল প্রেম সাগর ও সেনার ২২ শিখ রেজিমেন্টের নায়েব সুবেদার পরমজিত সিংহ মারা যান। তাঁদের মুণ্ডচ্ছেদ করে পাক হানাদাররা।

পাক সেনার স্পেশ্যাল সার্ভিস গ্রুপদের নিয়ে বিএটি গঠিত। বিশেষ করে নিয়ন্ত্রণ রেখা টপকে হামলা চালানোই কাজ বিএটি-র। চোরাগোপ্তা হামলা চালিয়ে নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় বাহিনীকে ব্যস্ত রাখাই এদের একমাত্র কাজ।

অতীতেও একাধিকবার একই ধরনের হামলা চালিয়ে ভারতীয় জওয়ানদের মুণ্ডচ্ছেদের মতো জঘন্য কাজ করেছে এই বিএটি।