অমৃতসর: প্রচলিত যুদ্ধে ভারতের সঙ্গে এঁটে উঠতে না পারলে পাকিস্তান পরমাণু অস্ত্র প্রয়োগে দ্বিধা করবে না। এমনই হুঁশিয়ারি দিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। পাকিস্তানের বালাকোটে জঙ্গি ঘাঁটির ওপর ভারতীয় বায়ুসেনার হামলায় কত সন্ত্রাসবাদী মারা গিয়েছে, তা নিয়ে চলতি বিতর্কে ঢুকতে চাননি তিনি। তবে প্রাক্তন সেনা অফিসার অমরিন্দর বলেছেন, এক বা ১০০ যতজনই মারা যাক, একটা বার্তা স্পষ্ট পাঠানো গিয়েছে যে, অপরাধীদের সাজা না দিয়ে ভারত তার নিরপরাধ সেনা জওয়ান, নাগরিকদের মৃত্যু মুখ বুজে মেনে নেবে না। ভারত, পাকিস্তানের কেউই পুরোদমে যুদ্ধের ধাক্কা সামলাতে পারবে না বলেও অভিমত জানান তিনি। সাংবাদিকদের বলেন, প্রচলিত যুদ্ধে ভারতের সঙ্গে পাল্লা দিতে না পারলে পাকিস্তান কিন্তু ভাঁড়ারের পরমাণু অস্ত্র ব্যবহারে সংকোচ বোধ করবে না।
ভারত, পাকিস্তান-উভয়েই পরমাণু শক্তিধর বলে উল্লেখ করে তিনি বলেন, কারও পক্ষেই বিধ্বংসী অস্ত্রশস্ত্রের ব্যবহার শুভ হবে না, কিন্তু ইসলামাবাদ অন্য যুদ্ধে হেরে যাওয়ার ভয়ে এমন ধরনের হঠকারিতায় পা বাড়াতেই পারে। পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে হামলার জবাবে ভারতের দৃঢ় মনোভাব ভারতীয় বায়ুসেনার অভিযানেই প্রমাণ হয়েছে বলে জানান অমরিন্দর। পাকিস্তান গভীর আর্থিক সঙ্কটে রয়েছে, অন্যের দুয়ারে দুয়ারে ভিক্ষাপাত্র নিয়ে ঘুরছে, ইসলামি রাষ্ট্রগুলির দয়ায় চলছে বলেও কটাক্ষ করেন তিনি। সুতরাং ভারতের সঙ্গে পূর্ণ মাত্রায় যুদ্ধবিগ্রহ চালানো ওদের পক্ষে সম্ভব হবে না।