জম্মু:জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে ফের বিনা প্ররোচনায় যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের। পাক বাহিনীর গোলায় মৃত্যু এক শিশু-সহ ২ জনের। আহত এক মহিলা। এদিন সকাল সোয়া ৭টা থেকে নৌশেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় বাহিনীর চৌকি ও জনবসতি এলাকা লক্ষ্য গুলি ও মর্টার ছুড়তে শুরু করে পাক সেনারা। এর মধ্যে ঝাঙ্গর সেক্টরের একটি বাড়িতে পড়ে পাক মর্টার। মৃত্যু হয় গৃহকর্তা ও একটি শিশুর। আহত হন শিশুটির মা। পাক সেনার গোলাবর্ষণের পাল্টা জবাব দেয় ভারতীয় জওয়ানরাও। শেষ খবর পাওয়া পর্যন্ত চলছে গুলির লড়াই। গত তিনদিনে এনিয়ে তিনবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান।


এই নৌসেরা সেক্টরেই দুদিন আগে পাক বাহিনীর গুলিতে এক মহিলার মৃত্যু হয়েছিল। চলতি বছর এই সেক্টরেই সবচেয়ে বেশিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালিয়েছে পাকিস্তান। চলতি বছর এখনও পর্যন্ত ৭০ বার যুদ্ধবিরতি ভেঙেছে পাকিস্তান। এরমধ্যে ৪৬ বারই এই নৌসেরা সেক্টরে। পাকিস্তান কৃষ্ণঘাঁটি সেক্টরে পাঁচবার যুদ্ধবিরতি ভেঙেছে।