ইসলামাবাদ: নিয়ন্ত্রণ রেখায় তাট্টা পানি সেক্টরে 'বিনা প্ররোচনায়' ভারতের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে তাদের গুলিচালনায় ৫ ভারতীয় সেনা জওয়ান নিহত হয়েছে, অনেকে জখম হয়েছে বলে দাবি করল পাকিস্তানি সেনাবাহিনী।


'হিংসাত্মক মেজাজে' ভারতের নির্বিচার গুলিচালনার জবাব দিয়েছে পাক জওয়ানরা। তাদের গোলাগুলিতে একাধিক ভারতীয় বাঙ্কার ধ্বংস হয়েছে বলে ট্যুইট করে জানিয়েছেন পাক সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর। দুতরফের সংঘর্ষের আর কোনও তথ্য দেয়নি পাক সেনা।



ভারতীয় সেনাবাহিনীর তরফে আগে জানানো হয়েছিল, পুঞ্চে নিয়ন্ত্রণ রেখা বরাবর তাদের সামনের সারির চৌকিগুলি ও সাধারণ বাসিন্দাদের বাড়িঘরের ওপর মর্টার শেল ছুঁড়ছে পাক সেনা। পাল্টা জবাব দিয়েছে তারাও।

প্রতিরক্ষা বাহিনীর জনৈক মুখপাত্র জানান, পাক সেনারা কৃষ্ণঘাঁটি সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় এদিন সকাল থেকে ছোট অস্ত্র, অটোমেটিকস, ৮২ ও ১২০ মিমি মর্টার হামলা চালাতে থাকে। গতকাল রাতেও পুঞ্চে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি ভাঙে তারা। তবে এর যথাযোগ্য জবাব দেয় ভারতীয় সেনাবাহিনীও।