নয়াদিল্লি: কাশ্মীরে সাম্প্রতিক অশান্তির পিছনে পাকিস্তানের হাত রয়েছে বলে দাবি করে ভারতে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতার দায়েও তাদের কাঠগড়ায় তুললেন রাজনাথ সিংহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিমত, কাশ্মীর উপত্যকার পরিস্থিতি ক্রমশ ধীরে ধীরে ‘স্বাভাবিক’ হচ্ছে বটে, কিন্তু উপত্যকায় সাম্প্রতিক উত্তেজনায় ইন্ধন দেওয়ায় ‘প্রধান ভূমিকা’ নিয়েছে পাকিস্তানই।
নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর জেরে পাকিস্তানে গতকাল ‘কালা দিবস’ পালিত হওয়া প্রসঙ্গে রাজনাথ বলেন, এভাবে ভারতের ঘরোয়া সমস্যায় নাক গলানোর কোনও অধিকার ওদের নেই। আসলে দেশের ভিতরে সংকীর্ণ জাতিদাঙ্গা রুখতে নিজেদের ব্যর্থতা থেকে গোটা দুনিয়ার নজর ঘোরাতেই এটা করছে পাকিস্তান। রাজনাথের মন্তব্য, ভারতে সন্ত্রাসবাদ থাকলে তার পিছনে পৃষ্ঠপোষকতা রয়েছে পাকিস্তানের।
এদিকে বুরহানের মৃত্যুর প্রতিবাদে কাশ্মীরে আন্দোলন, বিক্ষোভ মোকাবিলায় নিরাপত্তাবাহিনীর ব্যবহার করা পেলেট গানে বহু মানুষের মারাত্মক আঘাত লেগেছে, অনেকে অন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ ওঠায় একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি হচ্ছে বলে জানান রাজনাথ। এও জানান, কমিটি পেলেট গানের বিকল্প সুপারিশ করবে, দু মাসের মধ্যে রিপোর্ট পেশ করবে।
কয়েকজন সদস্য পেলেট গানের ব্যবহারে উদ্বেগ জানালেও রাজনাথের দাবি, এ ধরনের অস্ত্রে জখম হয়ে মারা গিয়েছেন একজন, চোখে আঘাত পেয়েছেন ৫৩ জন। বলেন, মানুষের জীবনহানিতে আমরা সবাই ব্যথিত। তবে নিরাপত্তা জওয়ানদের মৃত্যুতে কিছু লোকের উল্লাস প্রকাশের মতো বর্বরোচিত আচরণেরও সভ্য সমাজে জায়গা হতে পারে না।
বেশ কিছু সাংসদ উদ্বেগ জানিয়ে বলেন, কাশ্মীরে সন্ত্রাসবাদ বাড়ছে। কিন্তু রাজনাথ তথ্য দিয়ে তা ভুল প্রমাণ করার চেষ্টা করেন। দাবি করেন, বরং নিরাপত্তা বাহিনীর হাতে অনেক বেশি জঙ্গি খতম হওয়ায় সন্ত্রাসবাদ কমেছে। তিনি পরিসংখ্যান দেন, চলতি বছরে এ পর্যন্ত ১৫২টি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। ২০১৫ ও ২০১২ সালে সংখ্যাটা ছিল যথাক্রমে ২০৮ ও ২২০। এ বছরে এখনও পর্যন্ত নিহত হয়েছে ৮৬ জন সন্ত্রাসবাদী। ২০১৫ সালে নিহত হয়েছিল ১০৮ জন, ২০১২-য় ৭২জন। রাজনাথ বলেন, সরকারের একার পক্ষে কাশ্মীর সমস্যার সমাধান করা সম্ভব নয়। এজন্য সব দলকেই একযোগে কাজ করতে হবে।
পাকিস্তানকে তোপ দেগে তিনি এও বলেন, ধর্মকে সামনে রেখে তৈরি হয়েছিল পাকিস্তান। কিন্তু ওরা মুসলিমদের অটুট রাখতে পারেনি, ফের ভেঙে গিয়েছে। ভারতের মুসলিমদের নিয়ে পাকিস্তানের চিন্তিত না হলেও চলবে বলে মন্তব্য করে রাজনাথ প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর কবিতা থেকে উদ্ধৃতি দিয়ে বার্তা দেন, অন্যের ঘরে আগুন লাগালে সেই আগুনে এক সময় নিজের ঘরটাও পোড়ে।
কাশ্মীরে অশান্তিতে ‘বড় ভূমিকা’ নিয়েছে, ভারতে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকও পাকিস্তান, লোকসভায় রাজনাথ
web desk, ABP Ananda
Updated at:
21 Jul 2016 11:29 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -