ইসলামাবাদ: ‘গুপ্তচর; সন্দেহে বন্দি ভারতীয় নাগরিক কূলভূষণ যাদবের সঙ্গে ভারতীয় দূতাবাস কর্মীদের যোগাযোগ করতে দেওয়া হবে না। পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী নিসার আলি খান এ কথা জানিয়েছেন। তাঁর দাবি, কূলভূষণ ‘বিশেষ উদ্দেশ্যে’ পাকিস্তানে ঢুকেছিলেন। তাই তাঁকে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ না করতে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
পাক সেনার দাবি, মার্চ মাসে পাক অধিকৃত বালুচিস্তান থেকে কূলভূষণকে গ্রেফতার করে তারা। তাদের অভিযোগ, কূলভূষণ ভারতীয় নৌ সেনা অফিসার, গুপ্তচর সংস্থা ‘র’ তাঁকে চরবৃত্তির জন্য বালুচিস্তান পাঠিয়েছে। পাকিস্তান বিরোধী কাজকর্মে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।
উল্টোদিকে নয়াদিল্লি স্পষ্ট জানিয়েছে, কূলভূষণ আগে নৌ সেনায় থাকলেও আগেই অবসর নেন তিনি। তাঁর সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই। তখন থেকেই তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পাকিস্তানের ভারতীয় দূতাবাস।
ভারতীয় আধিকারিকদের সঙ্গে জেলবন্দি ‘গুপ্তচর’ কূলভূষণ যাদবকে দেখা করতে দেওয়া হবে না, জানাল পাকিস্তান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Jun 2016 06:33 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -