নয়াদিল্লি: পাকিস্তান সন্ত্রাসবাদ মোকাবিলায় আন্তরিক হলে আগে অন্তত যারা ভারতীয় নাগরিক কিন্তু সে দেশে বসবাস করছে, সেই দাউদ ইব্রাহিম, সৈয়দ সালাহউদ্দিন ও অন্য জঙ্গিদের ভারতের হাতে তুলে দিক। সরকারি সূত্রে বলা হয়েছে, পুলওয়ামা সন্ত্রাসের পরও জইশ-ই-মহম্মদ ও অন্য জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে কোনও বিশ্বাসযোগ্য ব্যবস্থা নেয়নি পাকিস্তান। তারা যদি সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের গুরুত্ব, উদ্বেগকে গুরুত্ব দিচ্ছে বলে বোঝাতে চায়, তাহলে দাউদ, সালাহউদ্দিন ও অন্য জঙ্গিদের ভারতে পাঠাক, যারা এ দেশের লোক। পাকিস্তান কিছু জঙ্গিকে আগাম নাশকতা রোখার চেষ্টায় হেফাজতে আটকে রাখলেও ভারত তাকে লোকদেখানো বলে মনে করে বলে জানিয়েছে সূত্রটি। তাদের বক্তব্য, ওপর ওপর কিছু করে লাভ হবে না।
ভারত দীর্ঘদিন ধরেই দাউদ, সালাহউদ্দিন ও আরও একাধিক সন্ত্রাসবাদীকে পাকিস্তানের কাছে হস্তান্তরের দাবি করছে। একাধিক সন্ত্রাসের ঘটনায় এরা ভারতে ওয়ান্টেড। সূত্রটি জানিয়েছে, পাকিস্তানের মাটিতে সক্রিয় জঙ্গি সংগঠনগুলির মধ্যে সমন্বয় তৈরি করছে, এমন লোকজনের ব্যাপারে বিস্তারিত তথ্য সহ বহু নথি ইসলামাবাদকে দিয়েছে ভারত, যেগুলি তৃতীয় কোনও দেশকে দিয়ে যাচাই করা যায়।
পুলওয়ামা সন্ত্রাসের পর আন্তর্জাতিক স্তরে তাদের কোণঠাসা করতে পাকিস্তানের ওপর চাপ বাড়িয়েছে ভারত। দাবি করছে, পাকিস্তান যে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির বিরুদ্ধে বাস্তবে সত্যি সত্যিই কার্যকর ব্যবস্থা নিচ্ছে, তার প্রমাণ চাই।