নয়াদিল্লি: রোহিঙ্গাদের নিয়ে বিতর্কিত মন্তব্য গিরিরাজ সিংহের। কেন্দ্রীয় মন্ত্রী জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদে পাকিস্তানের মদত, সীমান্তের ওপার থেকে ক্রমাগত জঙ্গি ঢোকানোর চেষ্টার প্রসঙ্গ তুলে দাবি করেছেন, আর 'অনুপ্রবেশকারীদের' জায়গা দিতে পারছে না ভারত, তাই রোহিঙ্গা মুসলিমদের ভারত ছাড়তেই হবে।
রোহিঙ্গারা ভারতে অবৈধ অনুপ্রবেশকারী, এ দেশের নিরাপত্তার সামনে বড় চ্যালেঞ্জ, কেন্দ্রীয় সরকারের ঘোষিত অবস্থানের পুনরাবৃত্তি করেন তিনি। মায়ানমারের সেনাবাহিনীর নির্যাতন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের এ দেশ থেকে বের করে দেওয়া হবে বলে জানিয়ে দেওয়ায় নানা মহল থেকে ভারত সরকারের সমালোচনার জবাবে গিরিরাজের প্রতিক্রিয়া, মানবতাও কিন্তু আইনের ঊর্ধ্বে নয়।
সেইসঙ্গে পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা জয়েশ-ই-মহম্মদের প্রধানের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, পাকিস্তান সরকারের মদত পাওয়া মাসুদ আজহার যদি ওদের এতই ভালবাসে, তাহলে পাক সরকারই রোহিঙ্গা মুসলিমদের নিয়ে নিক না! ভারতের কিছু রাজনীতিকও রোহিঙ্গাদের পাশে দাঁড়াচ্ছে। ওদেরও পাকিস্তানে রোহিঙ্গাদের পাঠিয়ে দিতে বলা হোক।
এ দেশে ১৪ হাজারের বেশি রোহিঙ্গা বর্তমানে বসবাস করছে বলে ভারত সরকার ৯ আগস্ট সংসদে জানায়। তবে কোনও কোনও মহলের পরিসংখ্যান, আসলে সংখ্যাটা অনেক বেশি। প্রায় ৪০ হাজার রোহিঙ্গা ভারতে রয়েছে, মূলত জম্মু, হায়দরাবাদ, হরিয়ানা, উত্তরপ্রদেশ, দিল্লি-এনসিআর, রাজস্থানে।
এর আগে 'যারা নরেন্দ্র মোদীর দেশে ক্ষমতায় আসায় বাধা দিচ্ছে, তারা পাকিস্তান চলে যাক, ভারতে তাদের কোনও জায়গা নেই' বলেছিলেন গিরিরাজ। প্রবল বিতর্ক হয় এতে।
রোহিঙ্গাদের পাকিস্তান নিয়ে নিক না! কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ
Web Desk, ABP Ananda
Updated at:
19 Sep 2017 08:25 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -