ইসলামাবাদ: স্বামী অসীমানন্দের আজমীর শরিফ বিস্ফোরণ মামলায় রেহাই পাওয়া নিয়ে শুক্রবার ইসলামাবাদে নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার জে পি সিংহকে ডেকে পাঠিয়ে উদ্বেগ জানাল পাকিস্তানের বিদেশমন্ত্রক। তাঁকে তলব করেন ডিরেক্টর জেনারেল (দক্ষিণ এশিয়া ও সার্ক)।
প্রসঙ্গত, সমঝোতা ট্রেন বিস্ফোরণ মামলায়ও অন্যতম অভিযুক্ত এই অসীমানন্দ। ২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি পানিপথে সমঝোতা এক্সপ্রেসের দুটি কামরায় বিস্ফোরণে নিহত হয়েছিলেন ৬৮ জন। পাকিস্তানের দাবি, সেই নাশকতায় তাদের ৪২ জন নাগরিকের প্রাণহানি হয়েছিল।
ভারতীয় ডেপুটি হাই কমিশনারকে বলা হয়, স্বামী অসীমানন্দ প্রকাশ্যেই কবুল করেছেন যে, তিনি সমঝোতা এক্সপ্রেস বিস্ফোরণের 'মাস্টারমাইন্ড'। ওই হামলায় তাঁর সহযোগী হিসাবে অভিনব ভারত নামে সন্ত্রাসবাদী গোষ্ঠীর প্রধান ভারতীয় সেনাবাহিনীর অফিসার কর্নেল পুরোহিতকেও শনাক্ত করেছেন অসীমানন্দ। কাজেই পাকিস্তান সরকার আশা করে, সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণের মতো জঘন্য ঘটনায় জড়িত সবাই যাতে ন্যায্য শাস্তি পায়, সেজন্য পদক্ষেপ করবে ভারত।
বৃহস্পতিবারই পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র নাফিস জাকারিয়া আজমীর বিস্ফোরণ মামলায় অসীমানন্দের রেহাই পাওয়াকে 'দুর্ভাগ্যজনক' আখ্যা দিয়ে সমঝোতা ট্রেনে নাশকতায় জড়িতদের সাজা দেওয়ার দাবি করেন।
প্রসঙ্গত, অভিনব ভারতের সদস্য অসীমানন্দ ২০১০-এর ডিসেম্বর থেকে জেলে রয়েছেন। হায়দরাবাদ মক্কা মসজিদ মামলায়ও অভিযুক্ত তিনি।