নয়াদিল্লি: ভারতের সঙ্গে পাকিস্তানের আলোচনা প্রক্রিয়া বাতিল বলে জানিয়ে দিলেন এ দেশে নিযুক্ত পাক হাই কমিশনার আবদুল বসিত।  পঠানকোট হামলার তদন্তে ভারতের এনআইএ প্রতিনিধিদলকে পাকিস্তান সফরে যাওয়ার অনুমতি দেওয়ার প্রশ্ন উঠছে না বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

 

দু দেশের বিদেশসচিবদের মধ্যে বৈঠকের সম্ভাবনা নিয়ে বসিতকে বিদেশি সংবাদদাতাদের ক্লাবে আজ প্রশ্ন করা হলে তিনি বলেন, এই মূহূর্তে এমন কোনও বৈঠক হচ্ছে না। আমার মতে, বর্তমানে শান্তি প্রক্রিয়া বাতিল হয়ে গিয়েছে। ভারত এখনই তৈরি নয় বলে মন্তব্য করেন তিনি। সঙ্গে সঙ্গেই যোগ করেন, একমাত্র আলোচনার পথেই সমস্যা মেটাতে পারি আমরা।

 

 



পঠানকোট হামলার তদন্তে পাকিস্তানের ৫ সদস্যের যৌথ তদন্ত দল এ দেশে ঘুরে যাওয়ার পর ভারতের প্রত্যাশা ছিল, পাল্টা এনআইএ-কে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে পাকিস্তান সফরের ছাড়পত্র দেওয়া হবে। ভারতের অভিযোগ, ২ জানুয়ারির পঠানকোটে ভারতীয় বায়ুসেনার বিমানঘাঁটিতে সন্ত্রাসবাদী হামলার উত্স পাকিস্তানের মাটি।

 

বসিত অবশ্য  ভারতীয় তদন্ত দলের পাক সফরে ছাড়পত্রের সম্ভাবনায় জল ঢেলে দিয়ে বলেছেন, আমার মতে বর্তমানে গোটা তদন্তটা পারস্পরিক দেওয়া নেওয়ার ব্যাপার নয়।  প্রশ্নটা অনেক বেশি সহযোগিতা বাড়ানো নিয়ে বা আমাদের দুটি দেশের ঘটনার মূলে পৌঁছনোর উদ্দেশ্যে পরস্পরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার।

এর আগে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়েছিলেন, পাক যৌথ দলকে এনআইএ বলেছিল যে, তদন্তের স্বার্থে তারা পাকিস্তান যেতে চায়।  স্বরূপ বলেন, ভারতে পাক যৌথ দল কাজকর্ম করবে দু দেশের সরকারের মধ্যে সম্মতির ভিত্তিতে তৈরি হওয়া কাঠামোর ওপর দাঁড়িয়ে। ওদের সফর হচ্ছে পারস্পরিক আদানপ্রদানের ভিত্তিতে, চলতি আইনি কাঠামোর মধ্যেই। কিন্তু বসিতের কথায় ভিন্ন সুর শোনা গিয়েছে।

 

পাশাপাশি বালুচিস্তানে সন্ত্রাস ছড়ানোর জন্যও ভারতের দিকে অভিযোগের আঙুল তোলেন  বসিত। কুলভূষণ যাদব নামে যে ব্যক্তিকে ভারতের গোয়েন্দা সংস্থা র-এর চর সন্দেহে পাকিস্তানে আটক করা হয়েছে, তার নজির তুলে তিনি বলেন, পাকিস্তান যা বলে আসছিল, তারই অকাট্য প্রমাণ এটা। যারা পাকিস্তানে অশান্তি ছড়িয়ে তাকে অস্থির করতে চায়, তাদের ব্যাপারে আমরা সতর্ক। তারা ব্যর্থ হবেই।