নয়াদিল্লি: কর্তারপুর করিডর দিয়ে যেতে গেলে উদ্বোধনের দিনও ভারতীয় পুণ্যার্থীদের ২০ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৪০০ টাকা) ফি দিতে হবে। ভারতের অনুরোধ খারিজ করে শুক্রবার এই কথা জানাল পাকিস্তান। গত সপ্তাহে পাক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছিলেন, উদ্বোধনের দিন (শনিবার) এবং গুরু নানকের ৫৫০ তম জন্মজয়ন্তীর দিন (১২ নভেম্বর) পুণ্যার্থীদের থেকে কোনও ফি নেওয়া হবে না।
প্রসঙ্গত, ভারতের পঞ্জাবের ডেরা বাবা নানক পীঠের সঙ্গে কর্তারপুরের দরবার সাহিবকে যুক্ত করতেই তৈরি হয় কর্তারপুর করিডর। এটি ভারত-পাক আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে পাক পঞ্জাব প্রদেশের নরোয়াল জেলায় অবস্থিত।
কাশ্মীর ইস্যুর জেরে দ্বিপাক্ষিক সম্পর্কে শীতলতা বজায় থাকা সত্ত্বেও, অনেক দর-কষাকষির পর কর্তারপুর করিডর নিয়ে এগোয় ভারত, পাকিস্তান। শনিবার হতে চলেছে বহু-প্রতিক্ষীত এই করিডরের উদ্বোধন। ঠিক তিনদিন পর, অর্থাৎ ১২ নভেম্বর, শিখ ধর্মর জনক গুরু নানকের ৫৫০ তম জন্মজয়ন্তী।
এই চুক্তির ফলে, প্রতিদিন গড়ে ৫ হাজার ভারতীয় পুণ্যার্থী গুরুদ্বার দরবার সাহিব দর্শন করতে পারবেন, যেখানে জীবনের শেষ ১৮ বছর কাটিয়েছিলেন গুরু নানক।