নয়াদিল্লি: পঠানকোটে জঙ্গি হামলার তদন্ত করার জন্য ভারতীয়দের সেদেশে যাওয়ার অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে ইদের পরেই সিদ্ধান্ত নেবে পাকিস্তান। সেদেশের এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক এ কথা জানিয়েছেন।

 

এ বছরের ২ জানুয়ারি পাঠানকোটে ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে জঙ্গি হামলায় ৬ জন নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়। নয়াদিল্লির দাবি, এই হামলার পিছনে রয়েছে জইশ-ই-মহম্মদ।

 

এই ঘটনার তদন্ত করার জন্য ২৭ মার্চ পাকিস্তান পাঁচ সদস্যের যৌথ তদন্তকারী দল পাঠিয়েছিল। পাক তদন্তকারীরা ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) প্রতিনিধিদের সঙ্গে পঠানকোটে গিয়েছিলেন। যদিও পাক তদন্তকারীদের দাবি, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে তাঁদের কথা বলতে দেওয়া হয়নি।

 

পাকিস্তানের তদন্তকারীদের পঠানকোটে যাওয়ার অনুমতি দেওয়ার পাল্টা হিসেবে পাকিস্তানে তদন্তকারীদের যাওয়ার অনুমতি চায় ভারত। এই হামলার মাথা জইশ প্রধান মৌলানা মাসুদ আজহার ও তার ভাইকে জেরা করতে চান ভারতীয় তদন্তকারীরা। কিন্তু পাকিস্তান এখনও ভারতের এই অনুরোধের পরিপ্রেক্ষিতে কোনও সিদ্ধান্ত নেয়নি। কারণ, পাক সরকার মনে করছে, তদন্তের মাধ্যমে আসলে পাকিস্তানকে উপহাস করাই ভারতের লক্ষ্য।

 

একটি সংবাদপত্র পাকিস্তান সরকারের এক উচ্চপদস্থ আধিকারিককে উদ্ধৃত করে জানিয়েছে, পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ লন্ডন থেকে দেশে ফেরার পর সরকার ও সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। সেই বৈঠকেই ভারতের অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

পঠানকোটে জঙ্গিহানার পর ভারত-পাকিস্তানের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক বাতিল হয়ে যায়। গত সপ্তাহে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ অবশ্য বলেছেন, ভারত এই বৈঠক বাতিল করেনি। পঠানকোটের ঘটনা নিয়ে পাকিস্তানের তদন্তের অপেক্ষায় রয়েছে নয়াদিল্লি।

 

পাকিস্তানের দাবি, পঠানকোটকে সামনে রেখে দ্বিপাক্ষিক আলোচনা স্থগিত রাখার কৌশল নিয়েছে ভারত। তবে আশা করা হচ্ছে, নভেম্বরে সার্ক সম্মেলনের আগে দু দেশ আলোচনার টেবলে ফিরবে।