শ্রীনগর: জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার ভীম্বের গালি সেক্টরে কোনও কারণ ছাড়াই গুলিবর্ষণ শুরু করেছে পাকিস্তান। সকাল পৌনে নটা থেকে এই হামলা চলছে।

গত কাল সন্ধেতেও নিয়ন্ত্রণরেখার এপাশে কৃষ্ণাঘাঁটি সেক্টর লক্ষ্য করে গুলি চালিয়েছে তারা।

পাশাপাশি বেলা দশটা থেকে রামগড় সেক্টরেও চলছে গোলা-গুলিবর্ষণ। ভারতীয় সেনাও জবাব দিচ্ছে মুখের মত। তবে এই মুহূর্তে কোনও পক্ষেই হতাহতের কোনও খবর নেই।
গতকাল সন্ধেয় পুঞ্চ জেলার কৃষ্ণাঘাঁটি সেক্টরে পাকিস্তান হামলা শুরু করে। গুলি ছোঁড়ার পাশাপাশি মর্টার দাগতে থাকে তারা। জবাব দেয় ভারতীয় সেনাও। স্থানীয়রা জানিয়েছেন, রাতের আকাশ মর্টারের গোলায় আলো হয়ে গিয়েছিল।

ভারতীয় সেনা জানিয়েছে, বুধ থেকে শনিবারের মধ্যে ১৩ জন পাক জঙ্গিকে খতম করেছে তারা। তারপরেই পাক পক্ষ থেকে গুলিবর্ষণ শুরু হয়েছে।