নয়াদিল্লি ও ইসলামাবাদ: ভারতের হুঁশিয়ারির জবাবে পাল্টা হুঁশিয়ারি দিল পাকিস্তান। তারা জানিয়ে দিল, ভারত কিছু করলে, তাদের সেই ভাষাতেই জবাব দেওয়া হবে।


জম্মু সীমান্তে সুঞ্জওয়ান সেনা ছাউনিতে জঙ্গি হামলার ফল ভুগবে পাকিস্তান। প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন এই হুঁশিয়ারি দিলেন। নির্মলা বলেছেন, নির্দিষ্ট কোনও সময় দিচ্ছেন না তিনি, তবে পাকিস্তানকে অবশ্যই এর ফল ভুগতে হবে। স্পষ্টই, সীমান্তের ওপারে আরেকটি সামরিক সার্জিকাল স্ট্রাইকের ইঙ্গিত দেন তিনি।


জবাবে এদিন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খুররাম দস্তগীর খান জানান, ভারত কোনও মিস-অ্যাডভেঞ্চার করলে তাদের একই ভাষায় জবাব দেওয়া হবে। তিনি বলেন, যে কোনও সামরিক আগ্রাসন থেকে পাকিস্তান নিজেদের রক্ষা করতে পারে। খুররামের দাবি, কোনও ভিত্তি ছাড়াই পাকিস্তানের দিকে আঙুল তোলার আগে ভারতের উচিত পাকিস্তানে চরবৃত্তি চালানোর জবাব দেওয়া। খুররাম যে কুলভূষণ যাদবের প্রসঙ্গে বলেছেন তা বলাই বাহুল্য।


প্রসঙ্গত, গত সপ্তাহের শেষে সুঞ্জওয়ান ছাউনিতে জৈশ ই মহম্মদ জঙ্গিদের হামলার জেরে ৬ সেনা কর্মী শহিদ হন, ১ সাধারণ নাগরিকের মৃত্যু হয়। এছাড়া আহত হন ১০ জন। গতকাল হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন প্রতিরক্ষামন্ত্রী। পরে তিনি বলেন, পাকিস্তানের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেওয়া হবে তার নির্দিষ্ট কোনও তারিখ তিনি দিচ্ছেন না। কিন্তু এটা অবশ্যই বলবেন, যে পাকিস্তান এর দাম দেবে।


প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, গোয়েন্দাদের কাছে খবর আছে, হামলা চালানো ৩ জৈশ জঙ্গিকে পাকিস্তানের হ্যান্ডলাররা নিয়ন্ত্রণ করছিল। পীর পঞ্জাল রেঞ্জের দক্ষিণেও এখন পাকিস্তান তাদের জঙ্গি কার্যকলাপ ছড়ানোর চেষ্টা করছে, জঙ্গি অনুপ্রবেশের জন্য নিয়মিত যুদ্ধবিরতি লঙ্ঘন করছে তারা। এই জঙ্গি হানাতেও তাদের হাত থাকার প্রমাণ পাক সরকারকে দেওয়া হবে। কিন্তু দেখা গিয়েছে, একের পর এক ডসিয়ার দেওয়া সত্ত্বেও পাকিস্তান কোনও ব্যবস্থা নেয় না।


নির্মলা বলেছেন, সব পরিস্থিতিতেই সেনাকে সমর্থন করবে প্রতিরক্ষা মন্ত্রক। পাকিস্তান থেকে আসা এই টেরর মডিউল সম্ভবত কিছুদিন আগে অনুপ্রবেশ করে, তারা হয়তো স্থানীয় সাহায্যও পেয়েছে। কারণ শোনা যাচ্ছে, ৩ জঙ্গির সঙ্গে আরও একজন ছিল, সে সম্ভবত এদের গাইড ছিল।