নয়াদিল্লি: মুখের এক ধরনের ক্যানসারে ভুগছেন পাকিস্তানের ফৈজা তনভির, যার নাম অ্যামেলোব্লাস্টোমা। চিকিৎসার জন্য ভারতে আসতে চেয়ে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে মা বলে সম্বোধন করেছেন তিনি।

ফৈজা বিদেশমন্ত্রীকে টুইট করেন, ম্যাডাম আপনি আমার কাছে মা। ভারত তাদের ৭০তম স্বাধীনতা দিবস পালন করতে চলেছে, এই সময় আমাকে চিকিৎসা ভিসা দেওয়া হোক। দয়া করে সাহায্য করুন আমাকে।





সুষমা গতকাল তাঁকে টুইট করে জানিয়েছেন, চিকিৎসা ভিসার আবেদন মঞ্জুর হয়েছে, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ।