নয়াদিল্লি: শনিবার মুম্বইয়ে ২৬/১১ হামলার মূল চক্রী হাফিজ সইদের মিছিলে যোগ দিলেন পাকিস্তানে প্যালেস্তাইনের রাষ্ট্রদূত ওয়ালিদ আবু আলি। এই ঘটনা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে ভারত। বিদেশমন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার এক বিবৃতিতে বলেছেন, ‘ভারত এ বিষয়ে প্যালেস্তাইনের সঙ্গে কথা বলবে।’

শুক্রবার সকালে রাওয়ালপিণ্ডিতে দিফাহ-ই-পাকিস্তান কাউন্সিল এক মিছিলের আয়োজন করেছিল। মিছিলের প্রধান ছিল সইদ। সেখানেই প্যালেস্তাইনের রাষ্ট্রদূতকে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়েছে। পাকিস্তানের সাংবাদিক ওমর কুরেশিও ট্যুইটারে সেই ছবি পোস্ট করেছেন।



সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার বিরুদ্ধে ভোট দিয়েছে ভারত। প্যালেস্তাইনের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক বরাবরই ভাল। কিন্তু তা সত্ত্বেও সইদের মতো কুখ্যাত জঙ্গির মিছিলে প্যালেস্তাইনের রাষ্ট্রদূতের যোগ দেওয়া নিয়ে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ ভারত।