ভোপাল: বাড়ির নাম নদী কা ঘর। বা নদীর বাড়ি। তিনতলা বাড়িটি আজ শোকাচ্ছন্ন। সকাল থেকে ভিড় করেছেন বিজেপি কর্মী-সমর্থকরা। বাড়ির মালিক কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী অনিল দাভের মৃত্যুর খবর এসে পৌঁছেছে।
৬০ বছরের অনিল দাভের নদী নিয়ে তুমুল আগ্রহ ছিল। নর্মদা নদী সরক্ষণের জন্য নর্মদা সমগ্র নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থাও চালাতেন। তাঁর নদী কা ঘর বাড়িই ছিল এই সংস্থার ঠিকানা। যখনই ভোপালে আসতেন, এই বাড়িতেই থাকতেন দাভে।
প্রকৃতপক্ষেই নদী নিয়ে দাভের উৎসাহ ছিল দেখার মত। প্রকৃতি সংরক্ষণে তাঁর যেমন আগ্রহ ছিল, তেমনই ছিল রাজনৈতিক দাঁওপ্যাঁচ কষার ক্ষমতা। চিরকুমার দাভে ২০০৩-এ মধ্যপ্রদেশে বিজেপিকে ক্ষমতায় আনায় বড় ভূমিকা নিয়েছিলেন। তৎকালীন কংগ্রেস মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংহের বিরুদ্ধে সফল প্রচার চালান তিনি। মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চহ্বান তাঁর বর্ণনা করেছেন একজন প্রকৃত বিজেপি কর্মী ও নর্মদা মাতার সন্তান হিসেবে, যিনি দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন।
প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে নদী সংযুক্তিকরণের পরামর্শ দিয়েছিলেন তিনিই।
লোকসভায় কংগ্রেসের চিফ হুইপ জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও শোকপ্রকাশ করেছেন দাভের মৃত্যুতে। তাঁর কথায়, দাভে ছিলেন একজন প্রকৃত পরিবেশবিদ ও সাদাসিধে জীবন যাপন করা সৎ নেতা।
হোসাঙ্গাবাদ জেলায় নর্মদা নদীর ধারে বান্দ্রাভান ছিল দাভের অত্যন্ত প্রিয় জায়গা। প্রকৃতি সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে এখানে তিনি নিয়মিত আয়োজন করতেন আন্তর্জাতিক নদী উৎসব। এখানেই আগামীকাল সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য।
২০০৩-এ বিজেপিকে মধ্যপ্রদেশে ক্ষমতায় এনেছিলেন, দাভের প্রয়াণে শোকাচ্ছন্ন তাঁর পুরনো গ্রাম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 May 2017 02:11 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -