নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় উত্তপ্ত অসম। কেন্দ্রের সিএবি বিলের বিরোধিতা করে ইতিমধ্যেই রাস্তায় নেমেছে আন্দোলনকারীরা। কোথাও বিজেপি নেতাকর্মীদের বাড়িতে হামলা কোথাও আবার প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ। পরিস্থিতি এতটাই স্পর্শকাতর হয়ে ওঠে যে, সেনা নামাতে বাধ্য হয় কেন্দ্র। জনতাকে ছত্রভঙ্গ করতে একাধিক জায়গায় রবার বুলেটও ছোড়া হয়েছে। পাল্টা রাস্তায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে উত্তাল হয় জনতা। অসমের এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেলিত গোটা দেশ। উদ্বেল অসমের গায়ক পাপনও।
শুক্রবার দিল্লি-তে পাপনের কনসার্ট হওয়ার কথা ছিল। ‘ইমপারফেক্টোশোর’ মঞ্চে গান গাওয়ার কথা ছিল তাঁর। সেই অনুষ্ঠান বাতিল করলেন অসমের গায়ক। অসমের উত্তপ্ত পরিস্থিতি-তে তিনি কোনওভাবেই বিনোদন জোগাতে পারবেন না। তাঁর মানসিক স্থিতিই তাঁকে সেটা করতে দেবে না। ‘ঘরে এমন আগুন’ দেখে শো বাতিল করার কথা ট্যুইটে জানিয়েছেন পাপন। যারা অগ্রিম টিকিট কিনেছেন তাঁদের টাকা ফেরত দেওয়ার জন্য উক্ত কর্তৃপক্ষকে ব্যবস্থাও করতে বলেছেন তিনি। ট্যুইটে পাপন লেখেন, “অসমকে এভাবে জ্বলতে দেখে কষ্ট হচ্ছে। মানবিকতার ওপর আঘাত এসেছে। বিগত কয়েক দশকে অবৈধ অনুপ্রবেশকারীদের আগমনে অসম ইতিমধ্যেই অনেক সমস্যার সম্মুখীন হয়েছে।”