গুয়াহাটি: অসমের কার্বি আংলং জেলায় গত সপ্তাহে ছেলেধরা সন্দেহে দুই যুবককে পিটিয়ে মারার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন নিহত যুবকদের বাবা-মা। মুম্বইয়ের সাউন্ড ইঞ্জিনিয়ার নীলোৎপল দাসের বাবা গোপালচন্দ্র দাস বলেছেন, ‘আমার ছেলে অনেক জায়গায় ঘুরেছে। কিন্তু নিজের রাজ্যেই ওর এই নির্মম পরিণতি হল। সরকার বলে কার্বি আংলং এমন একটি পর্যটন কেন্দ্র যেটিকে প্রাচ্যের সুইৎজারল্যান্ড হিসেবে তুলে ধরা যেতে পারে। কিন্তু আমাদের নিজেদের লোকজনই যদি নিজেদের রাজ্যে সুরক্ষিত না থাকেন, তাহলে কি পর্যটকরা আসবেন? সরকারকে নিরক্ষরতা, কুসংস্কার, দারিদ্র্য দূর করা এবং সচেতনতা তৈরির জন্য ব্যবস্থা নিতে হবে। রাজ্যে যাতে ভবিষ্যতে আর এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য প্রচার চালিয়ে যেতে হবে।’
নীলোৎপলের বন্ধু অভিজিৎ নাথের মা শশীপ্রভা নাথ বলেছেন, ‘অভিজিৎ আমার একমাত্র ছেলে ছিল। এই ঘটনায় আমরা বিধ্বস্ত। আমরা চাই সরকার অবিলম্বে ন্যায়বিচারের ব্যবস্থা করুক। আমাদের যে যন্ত্রণা ও দুঃখ সহ্য করতে হচ্ছে, সেটা যাতে অন্য কোনও বাবা-মার সঙ্গে না হয়, এটাই আমরা চাই। যারা দুটো ছেলেকে মেরে ফেলল তারা অপরাধী। তাদের প্রতি কোনওরকম দয়া-মায়া দেখানো উচিত নয়।’
অভিজিতের বাবা অজিত কুমার নাথ বলেছেন, ‘দুটো ছেলেই প্রকৃতি, বন্যপ্রাণী, গান ও ঘুরে বেড়াতে ভালবাসত। ওরা কোনওদিন একটা মাছিকেও আঘাত করেনি। ওরা কী করেছিল, যার জন্য এরকম নির্মম মৃত্যু হল?’
এ মাসের ৮ তারিখ রাতে একদল গ্রামবাসী নীলোৎপল ও অভিজিৎকে পিটিয়ে মারে। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতেই গ্রামবাসীরা এই দুই যুবককে ছেলেধরা হিসেবে সন্দেহ করেন বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে অসমের বিভিন্ন প্রান্ত থেকে ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় যাতে গুজব ছড়ানো বন্ধ হয়, তার দিকেও নজর রাখছে পুলিশ। লোকজনকে এ বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।
অসমে গণপিটুনিতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিহত যুবকদের বাবা-মার
Web Desk, ABP Ananda
Updated at:
13 Jun 2018 06:43 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -