নিউ ইয়র্ক: প্যারিস জলবায়ু পরিবর্তন চুক্তি অনুমোদন করায় দিল্লির প্রশংসায় পঞ্চমুখ ওয়াশিংটন। অন্যান্য আন্তর্জাতিক রাষ্ট্র নেতার সঙ্গে গলা মিলিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও ভারতবাসী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সৈয়দ আকবরউদ্দিন রবিবার রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় স্বাক্ষরিত অনুমোদনপত্র তুলে দেন রাষ্ট্রপুঞ্জের সংশ্লিষ্ট প্রতিনিধির হাতে। মহাত্মা গাঁধীর জন্মদিবস উপলক্ষে তখন উপস্থিত ছিলেন রাষ্ট্রপুঞ্জের শীর্ষস্থানীয় আধিকারিকরা।
পরে মার্কিন প্রেসিডেন্ট টুইট করেন





একইভাবে গাঁধী জয়ন্তীর দিন ভারত এই গুরুত্বপূর্ণ জলবায়ু চুক্তিতে অনুমোদন দেওয়ায় হিন্দিতে ভারতীয়দের ধন্যবাদ জানান রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান কি মুন-ও। ভিডিও বার্তায় তিনি বলেন, সভি ভারতীয়োঁ কো ধন্যবাদ। এই ঐতিহাসিক পদক্ষেপ উন্নয়নের পথে ভারতের পদক্ষেপ আরও মজবুত করবে।
ভারতের পদক্ষেপ স্বাগত জানিয়েছে ফ্রান্সও। তারা মনে করছে, দিল্লির এই সমর্থন বছর শেষের আগেই চুক্তিটি বাস্তবায়িত হতে সাহায্য করবে।
ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম কার্বন ডাই অক্সাইড নিঃসরণকারী রাষ্ট্র। উন্নয়নের স্বার্থে প্যারিস জলবায়ু পরিবর্তন চুক্তিতে প্রথমে সম্মতি দিতে রাজি ছিল না তারা। পরে প্রধানমন্ত্রী জানিয়ে দেন, মত পাল্টেছে দিল্লি। বিশ্বের জলবায়ুর স্বার্থে এই চুক্তি স্বাক্ষরে তাদের আর আপত্তি নেই।