পরে মার্কিন প্রেসিডেন্ট টুইট করেন
একইভাবে গাঁধী জয়ন্তীর দিন ভারত এই গুরুত্বপূর্ণ জলবায়ু চুক্তিতে অনুমোদন দেওয়ায় হিন্দিতে ভারতীয়দের ধন্যবাদ জানান রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান কি মুন-ও। ভিডিও বার্তায় তিনি বলেন, সভি ভারতীয়োঁ কো ধন্যবাদ। এই ঐতিহাসিক পদক্ষেপ উন্নয়নের পথে ভারতের পদক্ষেপ আরও মজবুত করবে।
ভারতের পদক্ষেপ স্বাগত জানিয়েছে ফ্রান্সও। তারা মনে করছে, দিল্লির এই সমর্থন বছর শেষের আগেই চুক্তিটি বাস্তবায়িত হতে সাহায্য করবে।
ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম কার্বন ডাই অক্সাইড নিঃসরণকারী রাষ্ট্র। উন্নয়নের স্বার্থে প্যারিস জলবায়ু পরিবর্তন চুক্তিতে প্রথমে সম্মতি দিতে রাজি ছিল না তারা। পরে প্রধানমন্ত্রী জানিয়ে দেন, মত পাল্টেছে দিল্লি। বিশ্বের জলবায়ুর স্বার্থে এই চুক্তি স্বাক্ষরে তাদের আর আপত্তি নেই।