নয়াদিল্লি: দেশে চিনা সৌর প্যানেল বসানোয় ২ লক্ষ চাকরি গিয়েছে। এমনটাই জানিয়েছে সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট। চিনা জিনিসপত্রের আমদানির জেরে দেশের ব্যবসাবাণিজ্য ক্ষতির মুখে বলেও মন্তব্য করেছে তারা।


দক্ষিণ আফ্রিকায় চলা ব্রিকস বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষয়টি নিয়ে আলোচনা করেছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। ভারত থেকে চিনে আমদানি বাড়ানোর পক্ষে সওয়াল করেছেন তিনি। ভারত-চিন বাণিজ্যে ভারতের দিকে ঘাটতির মাত্রা দিন দিন বেড়েই চলেছে, এই ঘাটতি কমানোর চেষ্টা করছে মোদী সরকার। এ নিয়ে আলোচনা করতে ১-২ অগাস্ট একটি প্রতিনিধি দল চিন যাবে।

চিনা জিনিসপত্রের ওপর সংসদীয় স্থায়ী কমিটি যে রিপোর্ট দিয়েছে, তাতে বলা হয়েছে, চিনা সৌর প্যানেল বসানোর জেরে দেশে ২ লাখ মানুষ কাজ খুইয়েছেন। ২০১১-১২ পর্যন্ত ভারত জার্মানি, ফ্রান্স, ইতালির মত দেশ থেকে সৌর প্যানেল তৈরির জিনিসপত্র আমদানি করত। কিন্তু চিনের সস্তা সৌর প্যানেল এ দেশের বাজার ধরে ফেলায় দেশের সৌর প্যানেল ব্যবসা কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, চিনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের বস্ত্রশিল্পও। চিনের সস্তা পলিয়েস্টার ভারতের বাজার ধরে নিচ্ছে। এর ফলে সুরাত ও ভিওয়ান্ডির ৩৫ শতাংশ পাওয়ারলুম ইউনিট বন্ধ হয়ে গিয়েছে ইতিমধ্যে।

এছাড়া খেলনা, ওষুধপত্র ও সাইকেল বিক্রেতারাও চিনা জিনিসপত্রের জেরে লোকসানে পড়েছেন। এই রিপোর্টে প্রশ্ন তোলা হয়েছে চিনা জিনিসের গুণমান নিয়ে। সৌর প্যানেলে ক্ষতিকর রাসায়নিক অ্যান্টিমনি ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়েছে রিপোর্টে। চিনা এলইডি বাল্বেও পাওয়া গিয়েছে ক্ষতিকারক পদার্থ। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারকে কড়া হওয়ার  পরামর্শ দিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি।