নয়াদিল্লি: ২৫-২৬ ইসলামাবাদে সার্কভুক্ত দেশগুলির অর্থমন্ত্রীদের সম্মেলনে সম্ভবত যাচ্ছেন না অরুণ জেটলি। কাশ্মীর, সন্ত্রাসবাদের ইস্যুতে ভারত-পাকিস্তান সম্পর্কে বর্তমানে যে প্রবল অনাস্থা অবিশ্বাস, বিরোধের পর্ব চলছে, তারই প্রতিফলন বোধহয় এটা। যদিও এ ব্যাপারে শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই। এও শোনা যাচ্ছে যে, জেটলি না গেলে সম্মেলনে ভারতের হয়ে থাকতে পারেন কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সচিব শশীকান্ত দাশ। একটি সূত্রে বলা হচ্ছে, সম্প্রতি রাজনাথ সিংহ ইসলামাবাদে সার্ক স্বরাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে গিয়ে যে অসৌজন্যমূলক আচরণের মুখে পড়েছিলেন, সে কথা মাথায় রেখেই হয়ত যেতে চাইছেন না জেটলি।


এদিকে জেটলির পাকিস্তান না যাওয়ার সম্ভাবনা প্রবল, এমন ইঙ্গিত মেলার পর পাকিস্তানকে কটাক্ষ করে প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর বলেন, পাকিস্তানে যাওয়া আর নরকে যাওয়া সমান! পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেওয়ার নীতির ফল ভুগছে বলেও মন্তব্য করেন তিনি।

হরিয়ানার রেওয়ারিতে আজ তিনি গতকাল সেনাবাহিনীর পাকিস্তান থেকে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দেওয়ার প্রসঙ্গ তুলে বলেন, আমাদের জওয়ানরা গতকাল পাঁচ সন্ত্রাসবাদীকে ফেরত পাঠিয়ে দিয়েছে। পাকিস্তানে যাওয়া মানে তো নরক যাত্রা।

গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লার ভাষণে পাকিস্তান অধিকৃত কাশ্মীর, গিলগিট ও বালুচিস্তানের পরিস্থিতির উল্লেখ করে বলেছেন, ওখানকার মানুষ ওদের ওপর পাকিস্তানের অত্যাচারের কথা তুলে ধরায় তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। পর্রীকরও আজ পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই বলে দাবি করে বলেন, বালোচিস্তানে পাকিস্তানের মানবাধিকার লঙ্ঘন বন্ধ হওয়া উচিত।