নয়াদিল্লি: রাজধানী, শতাব্দী ও দুরন্তর মতো জনপ্রিয় ট্রেন ও দেশের সমস্ত প্রধান স্টেশনগুলির পরিচ্ছন্নতার ক্ষেত্রে এবার যাত্রীদের সামিল করার কথা ভাবছে রেল। ট্রেন এবং স্টেশনগুলি পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ একটা বড় সমস্যা। রেল কর্তৃপক্ষ এখন এই বিষয়টিকেই গুরুত্ব দিয়ে দেশের ৪০৭ টি ব্যস্ত স্টেশন ও ২০০ ট্রেনের ক্ষেত্রে বিস্তারিত সমীক্ষা ও খতিয়ে দেখার কাজ হাতে নিতে চলেছে। এই সাফাই অভিযানের সঙ্গে যুক্ত এক রেল আধিকারিক জানিয়েছেন, এ জন্য একটি সেন্ট্রাল কন্ট্রোল রুম তৈরি করা হবে, যেখানে কোনও যাত্রী ট্রেন ও স্টেশনের পরিচ্ছন্নতা সম্পর্কে ছবি পাঠাতে পারবেন।
যাত্রীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চলমান অবস্থায় জনপ্রিয় ট্রেনগুলির হাউস কিপিং পরিষেবা, জানালার পর্দা, বিছানার ছাদর, বালিশের গুণমান, শৌচাগারের অবস্থা, নোংরা ফেলার ব্যবস্থা এবং পোকামাকড় নিয়ন্ত্রণের ব্যবস্থাও খতিয়ে দেখা হবে।
ওই আধিকারিক বলেছেন, সমীক্ষার ফলাফলের নিরিখে সংশ্লিষ্ট ট্রেন ও স্টেশনগুলিকে ক্রমতালিকাভু্ক্ত করা হবে।
রেল চত্বরের পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এই অভিযানে যাত্রীদের সামিল করা হবে।
প্রিমিয়ার ট্রেনগুলি ছাড়াও সমস্ত জন শতাব্দী এক্সপ্রেস, সম্পর্কক্রান্তি ও ইন্টারসিটি ট্রেনগুলিকেও এই সমীক্ষার আওতায় নিয়ে আসা হবে।
উল্লেখ্য, এর আগে দেশের প্রধান স্টেশনগুলির পরিচ্ছন্নতা নিয়ে যাত্রীদের অভিমত সংক্রান্ত একটি সমীক্ষা আইআরসিটিসি-র মাধ্যমে শুরু করেছিল রেল। সেই সমীক্ষার রিপোর্ট রেলওয়ে বোর্ডের কাছে জমা পড়েছে।