নয়াদিল্লি: ভিনধর্মী দম্পতির পাসপোর্টের আবেদন বিবেচনার সময় লখনউয়ের পাসপোর্ট দপ্তরের অফিসার বিকাশ মিশ্রের বিরুদ্ধে তাদের হেনস্থার অভিযোগেই সিলমোহর দিল সরকারের অভ্যন্তরীণ তদন্তের রিপোর্ট। তিনি ওই দম্পতিকে তাদের ধর্মীয় পরিচয় নিয়ে অপ্রাসঙ্গিক প্রশ্নে জেরবার করে এক্তিয়ার ছাড়িয়ে গিয়েছিলেন বলে রিপোর্টে বলা হয়েছে।


সূত্রের খবর, পাসপোর্টের আবেদন মঞ্জুর করার জন্য প্রয়োজনীয় ভেরিফিকেশন প্রক্রিয়া চালানোর সময় ওই দম্পতির বাড়ি ও অন্যান্য অপ্রয়োজনীয় বিস্তারিত তথ্যের খোঁজখবর করে উত্তরপ্রদেশ পুলিশও ঠিক করেনি বলে অভিমত জানানো হয়েছে রিপোর্টে।

তনভি শেঠ ও মহম্মদ আনস সিদ্দিকি নামে লখনউয়ের বাসিন্দা ওই দম্পতিকে হেনস্থার অভিযোগে পাসপোর্ট অফিসার বিকাশ মিশ্রকে বিদেশমন্ত্রক লখনউ থেকে গোরক্ষপুর বদলির নির্দেশ দেওয়ায়, দ্রুত তাদের পাসপোর্টের আবেদন মঞ্জুর করায় খোদ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে কদর্য ভাষায় ট্রোল করা হয় ট্যুইটারে।

পাসপোর্ট ভেরিফিকেনের পদ্ধতি অনুসারে, আবেদনকারী কোনও অপরাধমূলক কাজকর্মে যুক্ত কিনা, তিনি বৈধ ভারতীয় কিনা, শুধু সেটাই পুলিশের দেখার কথা। কিন্তু পুলিশ ওই দম্পতির ব্যাপারে অহেতুক বাড়তি কৌতূহলী হয়ে উঠেছিল বলে রিপোর্টে অভিযোগ করা হয়েছে।