নয়াদিল্লি: শুধু ইংরেজি নয়, এখন থেকে পাসপোর্টে হিন্দিও থাকবে। জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
৮ বছরের কম ও ৬০ বছরের বেশি বয়সি পাসপোর্ট আবেদনকারীদের কাছ থেকে পাসপোর্ট সংক্রান্ত খরচ ১০ শতাংশ কম নেওয়া হবে। আগামীকাল থেকেই চালু হবে এই নিয়ম। তৎকাল পাসপোর্টের জন্য পরিচয়পত্র হিসেবে জমা দেওয়া যেতে পারে রেশন কার্ড। গ্রামের অনেকের প্যান কার্ড নেই। কেন্দ্র পাসপোর্টের জন্য রেশন কার্ডে সবুজ সংকেত দেওয়ায় তাঁরা উপকৃত হবেন বলে স্বরাজ মন্তব্য করেছেন।
এখনও পর্যন্ত পাসপোর্টের যাবতীয় খুঁটিনাটি লেখা হয় ইংরেজিতে। বিদেশমন্ত্রী জানিয়েছেন, পাসপোর্ট অন্তত দ্বিভাষিক হওয়া উচিত। সব আরব দেশে পাসপোর্টে আরবি ভাষা ব্যবহৃত হয়, জার্মানিতে হয় জার্মান ভাষা ও রাশিয়ায় রুশ ভাষা। এ দেশে কেন হিন্দি ব্যবহার করা যাবে না তা হলে।
বয়স্ক নাগরিকদের মধ্যে পাসপোর্ট করানোর প্রবণতা চোখে পড়ার মত বেড়েছে বলেও জানিয়েছেন বিদেশমন্ত্রী। তবে পাসপোর্ট করানোর নানা সমস্যা নিয়ে তাঁর কাছে বেশ কিছু অভিযোগও জমা পড়েছে। পাসপোর্ট তৈরির নিয়মকানুন পড়ে তাঁর মনে হয়েছে, বেশ কিছু নিয়ম আছে যেগুলি বস্তাপচা, অপ্রয়োজনীয় ও অবাস্তব। তাই তাঁর মন্ত্রক এইসব নিয়মকানুন সরলীকরণে জোর দিয়েছে, বিশেষত দেখা হচ্ছে, অনাথ, সিঙ্গল মাদার ও ডিভোর্সি মহিলারা যাতে সহজে পাসপোর্ট পান।
এবার থেকে ইংরেজি, হিন্দি- দুই ভাষাতেই পাসপোর্ট, জানালেন সুষমা স্বরাজ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Jun 2017 06:25 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -