নয়াদিল্লি: ২০১৬-র জানুয়ারির শুরুতে পঠানকোট বিমানঘাঁটিতে যে জঙ্গি হামলা হয়েছিল, ২০১৪ সালে পাকিস্তানের শিয়ালকোটে বসে সেই হামলার ছক কষা হয়েছিল। সম্প্রতি জইশ-ই-মহম্মদের বিরুদ্ধে এই হামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চার্জশিট দাখিল করেছে এনআইএ।
এনআইএ, তাদের চার্জশিটে দাবি করেছে, মূলত গুগল ম্যাপ দেখেই পঠানকোট সেনাঘাঁটিতে হামলার ছক কষে জইশ। এছাড়া ওই অপারেশনের সাঙ্কেতিক নাম ছিল ‘নিকাহ’।
পঠানকোট হামলায় আটজনের মৃত্যু হয়, এরমধ্যে সাতজন নিরাপত্তা রক্ষী ছিল। ৩৮ জন আহত হয়েছিল সেই হামলায়।
এনআইএ-র চার্জশিটে এই হামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে নাম রয়েছে মাসুদ আজহার সহ তার ভাই মুফতি আব্দুল রৌফ আসগার, লতিফ ও কাশিফ জানের। অভিযুক্ত লতিফই হামলাকারীদের বিমানঘাঁটির আনাচ কানাচ গুগল ম্যাপে দেখিয়েছিল। এই খবরের সূত্র শিয়ালকোটের সেই বৈঠকে উপস্থিত ছিল, এবং পরে লতিফের ছবি দেখে তাকে চিনতেও পারে সে।
চার্জশিটে দাবি করা হয়েছে, এক প্রত্যক্ষদর্শীর বয়ান থেকে জানা গিয়েছে, পঠানকোট হামলার সঙ্গে যুক্ত হামলাকারীরা মারাত্মক কথা বলত এবং তাদের মধ্যে একজনকে ‘মেজর’ বলে সম্বোধন করা হত। সেই ‘মেজরের’ ‘ওস্তাদজি’ নামের একজনের সঙ্গে মাঝেমধ্যেই কথা হত। চার্জশিটে জানানো হয়েছে ‘ওস্তাদজি’কে যে নম্বরে মেজর ফোন করত, সেটাও পাকিস্তানের। এমনকি, বিমানঘাঁটিতে হামলা চালানোর আগে হামলকারীদের কাছে একটি নম্বর থেকে ফোন আসে, সেটাও পাকিস্তানের। সেই নম্বর যে ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত, সেটা চার্জশিটে নাম থাকা অপর অভিযুক্ত কাশিফ জানের।
এছাড়া এনআইএ চার্জশিটে হামলাকারীদের ব্যবহৃত বিভিন্ন ওষুধ, খাবারের প্যাকেট, জুতোর নমুনা জমা দিয়েছে। সেগুলোর প্রস্তুতকারী সংস্থাও পাকিস্তান। এই হামলার সঙ্গে পাকিস্তানের যোগাযোগ যে স্পষ্ট তার একাধিক প্রমাণ এনআইএ চার্জশিটে জমা করেছে।
গুগল ম্যাপ দেখে ২০১৪-এ পঠানকোটে হামলার ছক কষেছিল জইশ, সাঙ্কেতিক নাম ছিল ‘নিকাহ’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Dec 2016 04:37 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -