গাঁধীনগর: ২০২৬ সালের মধ্যে ১০ লক্ষ তরুণকে চাকরি দেওয়ার অঙ্গীকার করলেন পাতিদার ব্যবসায়ীরা। আজ থেকে গুজরাতের গাঁধীনগরে শুরু হয়েছে তিনদিনের বিশ্ব পাতিদার বাণিজ্য সম্মেলন। সেখানেই নিজেদের সম্প্রদায়ের তরুণদের কর্মসংস্থানের কথা বলেছেন ১০ হাজার পাতিদার ব্যবসায়ী।

এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ও উপমুখ্যমন্ত্রী নীতিন পটেল। সেখানেই পটেলদের সংগঠন সর্দারধামের সভাপতি গাগজিভাই সুতারিয়া কর্মসংস্থানের উদ্যোগের কথা ঘোষণা করেছেন। তিনি আরও বলেছেন, ১০ লক্ষ তরুণের কর্মসংস্থানের পাশাপাশি আরও ১০ লক্ষ যুবককে নিজেদের ব্যবসা শুরু করার জন্য উপযুক্ত মঞ্চ ও আর্থিক সহায়তা দেওয়া হবে।

হার্দিক পটেলরা গত কয়েক বছর ধরেই চাকরি ও শিক্ষায় পাতিদারদের সংরক্ষণের দাবিতে আন্দোলন করছেন। গুজরাতে এবারের বিধানসভা নির্বাচনে এটা অন্যতম ইস্যু ছিল। এই পরিস্থিতিতে পাতিদারদের বাণিজ্য সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

কর্মসংস্থান নিয়ে পাতিদার ব্যবসায়ীদের উদ্যোগের প্রশংসা করে গুজরাতের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘রাজ্য সরকারের যেটা করার কথা, সর্দারধাম সেটাই করছে। কর্মসংস্থানের দায়িত্ব সরকারের। পাতিদার সম্প্রদায় সেই দায়িত্ব নেওয়ায় আমি খুশি। এই উদ্যোগ নিঃসন্দেহে অন্য সম্প্রদায়গুলিকেও অনুপ্রাণিত করবে। গুজরাতের উন্নয়নের মূলে পাতিদারদের অবদান। রাজ্য সরকার পাতিদারদের সঙ্গে আছে।’