মুম্বই: ভয়াবহ খরার জেরে জল সংকটের পরিপ্রেক্ষিতে বিসিসিআই, মহারাষ্ট্র ও মুম্বইয়ের ক্রিকেট অ্যাসোসিয়েশনকে কড়া কথা বলল বম্বে হাইকোর্ট। মহারাষ্ট্র যখন খরায় জ্বলছে, তখন আইপিএল টুর্নামেন্টের জন্য জল ব্যবহারের যৌক্তিকতা কী, এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছে বিচারপতি ভি এম কানাডে ও বিচারপতি এম এস কার্নিককে নিয়ে গঠিত হাইকোর্টের ডিভিসন বেঞ্চ। মহারাষ্ট্র থেকে আইপিএল টুর্নামেন্ট জল সঙ্কট নেই, এমন কোথাও সরিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিচারপতিরা।
বিসিসিআইকে জল সরবরাহ বন্ধ করে দিলেই আপনারা টের পাবেন! এমন মন্তব্যও করেছেন তাঁরা।
রাজ্য সরকার এ ব্যাপারে কী পদক্ষেপ করছে, তা আগামীকাল জানাতে বলেছে বেঞ্চ।
লোকসত্তা মুভমেন্ট নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের দায়ের করা জনস্বার্থ পিটিশনের পরিপ্রেক্ষিতে বিচারপতিরা বলেন, আপনারা (বিসিসিআই ও ২ ক্রিকেট অ্যাসোসিয়েশন) কী করে এভাবে জলের অপচয় করতে পারেন। মানুষ বেশি গুরুত্বপূর্ণ না আইপিএল ম্যাচ? কী করে আপনারা এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ করেন? এভাবে কেউ জল নষ্ট করে? এটা নিষ্ঠুর অপচয়। মহারাষ্ট্রের অবস্থা কী, আপনারা নিশ্চয়ই জানেন। তারপরই বেঞ্চ বলে, যেখানে প্রচুর জল আছে, সেখানে আইপিএল ম্যাচগুলি সরিয়ে নিলে সবচেয়ে ভাল হয়।
প্রসঙ্গত, যখন তীব্র খরা চলছে, তখন আইপিএল ম্যাচের জন্য মহারাষ্ট্রের নির্ধারিত তিনটি স্টেডিয়ামের পিচ ঠিক রাখতে কেন ৬০ লক্ষ লিটার জল ঢালা হবে, ওই জনস্বার্থ পিটিশনে সেই প্রশ্ন তোলা হয়েছে। পিটিশনটি দিয়েছেন কেতন তিরোদকর নামে এক প্রাক্তন সাংবাদিক।
আদালত মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে জানতে চায়, ওয়াংখেড়ে স্টেডিয়ামের জন্য কত জল লাগবে? তাদের কৌঁসুলি জানান, সেখানে সাতটি ম্যাচ হবে। সেজন্য লাগবে ৪০ লক্ষ লিটার জল।
আদালত বলে, এ তো প্রচুর পরিমাণ জল। তখন আবেদনকারী বলেন, পিটিশনের শুনানি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী নির্দেশ জারি করে মহারাষ্ট্রের সব ক্রিকেট অ্যাসোসিয়েশনকে পিচ ঠিক রাখার জন্য জল ব্যবহার করা থেকে বিরত রাখা হোক। বেঞ্চ জানায়, আগামীকাল শুনানির সময় এ নিয়ে ভেবে দেখবে তারা।
খরা, জলসংকট: মানুষ আগে না আইপিএল? বিসিসিআই ও মহারাষ্ট্র, মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে বম্বে হাইকোর্ট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Apr 2016 12:28 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -