স্কুলের ছাত্ররা ঘুমর গানে নৃত্য পরিবেশন করায় শ্রীরাম রাজপুত কার্নি সেনার লোকজন হামলা চালায়।
উল্লেখ্য, সঞ্জয়লীলা বনশালীর এই সিনেমা শুরু থেকেই কার্নি সেনার বিরোধিতার মুখে পড়েছে। তাদের অভিযোগ সিনেমায় রাজপুত ঐতিহ্যকে খাটো করা হয়েছে। এতে ঐতিহাসিক তথ্যের বিকৃতিও ঘটানো হয়েছে বলে তাদের দাবি।
কেন্দ্রীয় সেন্সর বোর্ডের ছাড়পত্র সত্ত্বেও মধ্যপ্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যে রাজপুত সমাজের বিরোধিতার কারণে সিনেমাটির মুক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন সিনেমার প্রযোজকরা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন একটি বেঞ্চে এই মামলার শুনানি হবে।