নয়াদিল্লি: ‘ভাল লাগুক বা না লাগুক’, লোকেদের মনের মধ্যে আইনের প্রতি ভীতি বজায় থাকা উচিত। লাগামহীন ও বেপরোয়া গাড়ি চালানোয় কঠোর শাস্তির নিদান দিতে গিয়ে এমনইটাই জানাল সুপ্রিম কোর্ট।


এদিন বিচারপতি দীপক মিশ্র এবং অমিতাভ রায়কে নিয়ে গঠিত বেঞ্চ জানায়, মোটর ভেহিকলস আইনের বিভিন্ন ধারা এবং ভারতীয় দণ্ডবিধির ৩০৪এ ধারা অনুযায়ী, বর্তমানে যে সর্বোচ্চ ২ বছর হাজতবাসের সাজার সংস্থান রয়েছে, তা এই বেপরোয়া গাড়িচালকদের বেড়ি পরানোর জন্য যথেষ্ট নয়।


বেপরোয়া, উচ্চ-গতি, লাগামহীন এবং মদ্যপ চালকদের জন্য যে প্রাণহানির ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে এদিন তার তীব্র নিন্দা করে বেঞ্চ। এই প্রেক্ষিতেই বিচারপতিরা জানান, মানুষের ভাল লাগুক বা না-ই লাগুক, তাঁদের মধ্যে আইনের ভীতি থাকা প্রয়োজন।


সরকারের তরফে সওয়াল করা অ্যাটর্নি মুকুল রোহতগি জানান, সব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে (শাস্তির মেয়াদ ও পরিধি বৃদ্ধির বিষয়ে) আলোচনা চালাচ্ছে কেন্দ্র। তিনি জানান, শাস্তি বৃদ্ধি করতে আগে আইন সংশোধন করতে হবে। এই প্রসঙ্গে বিস্তারিত জবাবের জন্য আট সপ্তাহ সময় চেয়েছে সরকার।


মামলার পরবর্তী শুনানির দিন ৮ মার্চ ধার্য করেছে আদালত।