নয়াদিল্লি: সাধারণ মধ্যবিত্তদের কথা মাথায় রেখে গয়না কেনার ক্ষেত্রে বড়সড় ছাড় ঘোষণা করল কেন্দ্র।


এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, এখন থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত গয়না বা গ্রহরত্ন কেনায় বাধ্যতামূলক নয় প্যান বা আধার কার্ড। এর ওপর হলেই তবেই প্যান বা আধার বাধ্যতমূলক হবে। এতদিন এই সীমা ৫০ হাজার টাকা পর্যন্ত ছিল।


সামনেই ধনতেরস। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে, বহু মানুষের সুবিধা হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। প্রসঙ্গত, এদিনই অলঙ্কার ক্ষেত্রকে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ) বা আর্থিক তছরুপ আইনের আওতা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।