নয়াদিল্লি: টানা ১৬ দিন লাগাতার বাড়ার পর আজ লিটার প্রতি মাত্র ১ পয়সা কমল পেট্রোল-ডিজেলের দাম। আজ কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ৮১ টাকা ০৫ পয়সা। ডিজেলের দাম লিটার প্রতি ৭১ টাকা ৮৫ পয়সা। ইন্ডিয়ান অয়েলের দাবি, টাইপিংয়ের ভুলের জন্য সকালে পেট্রোলের দাম ৫৯ পয়সা এবং ডিজেলের দাম ৫৬ পয়সা কমেছে বলে তাদের ওয়েবসাইটে প্রকাশিত হয়।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের এক পদস্থ আধিকারিক বলেছেন, দাম ১ পয়সা কমেছে বলে জানানোর কথা ছিল। কিন্তু ভুলবশত গত ২৫ মে-র দাম এদিনের দাম বলে উল্লেখ করা হয়।


এদিকে, ২৩ মে-র পর থেকে বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম কমে সপ্তাহ তিনেক আগের দামের কাছাকাছি ঘোরাফেরা করছে। সাধারণত ১৫ দিনের অশোধিত তেলের গড় দামের ভিত্তিতে দেশের বাজারে জ্বালানির দাম স্থির করে সংস্থাগুলি। ফলে অনেকের মতে, এখন সেই হিসেব অনুযায়ী দাম কিছুটা কমার সম্ভাবনা।

কর্নাটকের ভোটের পর টানা ১৬ দিন ঊর্ধ্বমুখী ছিল পেট্রোল-ডিজেলের দাম।
এর আগে গত ষোল দিনে পেট্রোলের দাম প্রতি লিটারে ৩ টাকা ৮০ পয়সা বেড়েছিল।
কর্নাটক বিধানসভা ভোটের প্রচার চলাকালে বেশ কিছুদিন পেট্রোল-ডিজেলের দাম বাড়েনি। এই পর্বে এই দুটি জ্বালানির ডায়নামিক প্রাইসিং সিস্টেম অর্থাত্ দৈনিক ভিত্তিতে দাম নির্ধারন প্রক্রিয়া স্থগিত ছিল। কর্নাটকে ভোট হয়ে যাওয়ার পর গত ১৪ মে থেকে এই পদ্ধতি পুনরায় চালু হয়।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমায় আজ পেট্রোল-ডিজেলের দাম কমল।
গতকাল কলকাতায় পেট্রোলের দাম ছিল লিটারে ৮১ টাকা ০৬ পয়সা। ডিজেলের দাম ছিল লিটারে ৭১ টাকা ৮৬ পয়সা।