কলকাতা ও নয়াদিল্লি: কর্নাটকে ভোট শেষ হওয়ার পর থেকে টানা ১০ দিন ধরে বেড়েই চলেছে তেলের দাম। গতকালের তুলনায় ২৬ পয়সা বেড়ে আজ কলকাতায় ডিজেলের দাম লিটারপ্রতি ৭০ টাকা ৮৯ পয়সা। পেট্রোলের দাম আশি ছুঁইছুঁই। গতকালের তুলনায় ৩০ পয়সা বেড়ে আজ কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ৭৯ টাকা ৮৩ পয়সা। আগে কখনও এই ভাবে একটানা দাম বাড়েনি পেট্রোপণ্যের। ডিজেলের দামও আগে কখনও ৭০ টাকায় পৌঁছয়নি। এই বিপুল মৃল্যবৃদ্ধির প্রতিবাদে ১৮ জুন ধর্মঘটের ডাক দিয়েছে পেট্রোল পাম্প ডিলার্স অ্যাসোসিয়েশন। আগামী কয়েক দিনে দাম আরও ঊর্ধ্বমুখী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মুম্বইয়ে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৮৪ টাকা ৯৯ পয়সা। দিল্লিতে দাম বেড়ে হয়েছে প্রতি লিটারে ৭৭ টাকা ১৭ পয়সা। রাজধানীতে পেট্রোলের দাম এত বেশি আর আগে হয়নি। পটনা ও ভোপালে এর দাম লিটারে ৮২ টাকা ছাড়িয়ে গিয়েছে।
আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা হতে পারে।
দিল্লিতে গতকালের মতো আজও পেট্রোলের দাম লিটারে ৩০ পয়সা করে বেড়েছে। ফলে দুদিনেই দাম বেড়েছে ৬০ পয়সা।
দিল্লিতে ডিজেলের দাম বেড়ে প্রতি লিটারে হয়েছে ৬৮ টাকা ৩৪ পয়সা। মুম্বইয়ে ৭২ টাকা ৭৬ পয়লা এবং চেন্নাইয়ে ৭২ টাকা ১৪ পয়সা।
এই দুটি জ্বালানির মূল্যবৃদ্ধি সরাসরি আমআদমির পকেটে পড়ে। দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রীর দাম বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে সারা দেশেই তীব্র ক্ষোভ ছড়িয়েছে। বিভিন্ন জায়গায় বিক্ষোভও দেখানো হয়েছে। দিল্লিতে কংগ্রেস নেতারা সাইকেল চালিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। হায়দরাবাদ ও জয়পুরেও পথে নেমে প্রতিবাদ জানানো হয়েছে।

এই অবস্থায় সরকার নড়েচড়ে বসতে বাধ্য হচ্ছে। বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন, পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখছে। আজ পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তেল কোম্পানিগুলির আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। পেট্রোল ও ডিজেলের দাম কমানোর চেষ্টা হচ্ছে বলেও জানিয়েছেন অমিত শাহ। ধর্মেন্দ্র প্রধানও বলেছেন, এই দাম বেড়ে যাওয়ার বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখছে।
এরইমধ্যে আইওসি চেয়ারম্যান সঞ্জীব সিংহ বলেছেন, দাম নিয়ে তাঁরা সরকারের কাছ থেকে কোনও নির্দেশ পাননি। তিনি আরও বলেছেন, পেট্রোপণ্যগুলিকেও জিএসটি-র আওতায় নিয়ে আসা উচিত।