নয়াদিল্লি: কেন্দ্রে ক্ষমতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার আসার পর থেকে সর্বোচ্চ দামে পৌঁছল পেট্রোল ও ডিজেল। পরিস্থিতি মোকাবিলায় একসাইজ ডিউটিতে ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে পেট্রোমন্ত্রক।


২০১৪ সালের মার্চ মাস থেকে দিল্লিতে সর্বাধিক টাকার অঙ্কে পৌঁছাল পেট্রোলের দাম। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির প্রকাশিত দাম অনুযায়ী, রাজধানীতে পেট্রোলের মূল্য ৭২ টাকা ছাড়িয়েছে। বাণিজ্যনগরী মুম্বইতে তো লিটারে ৮০ টাকার বেশি দরে বিকোচ্ছে পেট্রোল।


পেট্রোলের পাশাপাশি, অগ্নিমূল্য ডিজেলও। মুম্বইতে ডিজেলের দর লিটারপ্রতি ৬৭ টাকা ছাড়িয়েছে। তেল সংস্থাগুলি জানিয়েছে, গত একমাসে (মধ্য ডিসেম্বর থেকে মধ্য জানুয়ারি) পেট্রোলের দাম লিটারে ৩.৩১ টাকা এবং ডিজেল লিটারে ৪.৮৬ টাকা বেড়েছে।


তেলমন্ত্রকের দাবি, আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের মূল্য বেড়ে যাওয়ার ফলেই দেশের বাজারে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে। এই প্রেক্ষিতে একসাইজ ডিউটিতে ছাড় দেওয়ার আর্জি করেছে তেলমন্ত্রক।


আগামী সপ্তাহে সংসদে পেশ হতে চলেছে সাধারণ বাজেট। এই প্রেক্ষিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে একসাইজ ডিউটিতে ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছে তেলমন্ত্রক। কেন্দ্রীয় সূত্রে খবর, বিষয়টি বিবেচনা করে দেখছে অর্থমন্ত্রী অরুণ জেটলির নেতৃত্বাধীন কমিটি।


প্রসঙ্গত, ২০১৪ সালের নভেম্বর থেকে ২০১৭ সালের অক্টোবরের মধ্যে ৯ বার পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি করেছে কেন্দ্র। সেখানে মাত্র একবার একসাইজ ডিউটি কমিয়েছে কেন্দ্র।