নয়াদিল্লি: পেট্রল ও ডিজেলের ওপর বেসিক এক্সাইজ ডিউটি বা অন্তঃশুল্ক লিটারে ২ টাকা কমাল কেন্দ্র। গত তিন মাসে দুটি পণ্যের দামই বেড়েছে। জনজীবনে অসন্তোষ ঘনিয়ে ওঠার বিষয়টি মাথায় রেখেই দুটি জ্বালানি পণ্যের ওপর ডিউটি কিছুটা হ্রাস করার সিদ্ধান্ত সরকারের। ফলে দুটিরই দাম কিছুটা কমতে চলেছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ট্যুইটে বলা হয়েছে, ৪ অক্টোবর থেকেই পেট্রল, ডিজেলের (ব্র্যান্ডেড, আনব্র্যান্ডেড-দুইই) বেসিক এক্সাইজ ডিউটি লিটারে ২ টাকা কমছে। বর্তমানে দিল্লিতে পেট্রলের দাম ৭০.৮৮ টাকা প্রতি লিটার, ডিজেলের ৫৯.১৪ টাকা প্রতি লিটার।
বর্তমানে সরকার পেট্রলের লিটার পিছু মোট ২১.৪৮ টাকা ডিউটি ধার্য করছে, ডিজেলের ওপর সব মিলিয়ে ডিউটি বা শুল্ক বসে লিটারে ১৭ টাকা ৩৩ পয়সা।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে থাকার ফলে যতটুকু আর্থিক সাশ্রয় হচ্ছিল, তার সুবিধা তুলতে তিন বছর আগে শুল্ক বাড়িয়েছিল কেন্দ্র। কিন্তু গত জুলাই থেকে বেশ কয়েকবার জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় জনসাধারণের কষ্ট বাড়লেও কেন সরকার এক্সাইজ ডিউটি কমাচ্ছে না, প্রশ্ন উঠতে শুরু করে।
গত ৪ জুলাই থেকে পেট্রলের দাম লিটারে বেড়েছে লিটারে ৭.৮০ টাকা, ডিজেলের লিটারে ৫.৭০ টাকা।
কেন্দ্রীয় অর্থমন্ত্রক আরেকটি ট্যুইটে বলেছে, অশোধিত পেট্রলিয়ামের ক্রমবর্ধমান আন্তর্জাতিক দাম, পেট্রল ও ডিজেলের খুচরো বিক্রির মূল্য বৃদ্ধির ফলে উদ্ভূত পরিস্থিতিতে জনসাধারণের কিছুটা সুরাহার জন্য অন্তঃশুল্ক ছাঁটা হল।
জানা গিয়েছে, অন্তঃশুল্ক কমানোর ফলে চলতি অর্থবর্ষের বাকি মেয়াদে সরকারের ১৩ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হবে।