নয়াদিল্লি: পেট্রোপণ্যে সুখবর। সস্তা হল পেট্রোল ও ডিজেল। লিটার প্রতি পেট্রোলের দাম কমছে ৩ টাকা ৭৭ পয়সা। ডিজেল কমেছে লিটার প্রতি ২ টাকা ৯১ পয়সা। আজ মধ্যরাত থেকেই কার্যকর নয়া দাম।
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম কমেছে। মার্কিন ডলারের তুলনায় টাকার দামও বেড়েছে। সেই কারণেই পেট্রোল ও ডিজেলের দাম কমানো হল। আন্তর্জাতিক বাজারের অবস্থার পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে পেট্রোল ও ডিজেলের দাম নির্ধারণ করা হবে।
শেষবার পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছিল এ বছরের ১৬ জানুয়ারি। সেবার পেট্রোল ও ডিজেল লিটার প্রতি যথাক্রমে ৫৪ পয়সা ও ১ টাকা ২০ পয়সা বাড়ানো হয়েছিল।
পেট্রোল ৩.৭৭ টাকা, ডিজেলের ২.৯১ টাকা দাম কমল
Web Desk, ABP Ananda
Updated at:
31 Mar 2017 11:01 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -