নয়াদিল্লি: দাম বাড়ল পেট্রোলের। কমল ডিজেলের দাম। পেট্রোলের দাম বেড়েছে লিটারে ৫৮ পয়সা। ডিজেলে লিটারপিছু দাম কমেছে ৩১ পয়সা। মধ্যরাত থেকেই সংশোধিত দাম কার্যকর হয়েছে। পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়ে হল ৬৪.০৫ টাকা। ডিজেলের দাম কমে হয়েছে ৫২.৬৩ টাকা।আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই মূল্য সংশোধন করা হয়েছে।
এই নিয়ে চলতি মাসে দ্বিতীয়বার পেট্রোলের দাম বাড়ল। যদিও ডিজেলের দাম সামান্য কমল। গত ১ সেপ্টেম্বর চড়াহারে বেড়েছে ডিজেল ও পেট্রোলের দাম। পেট্রোলের দাম বেড়েছিল লিটারে ৩.৩৮ টাকা। ডিজেলে বেড়েছিল ২.৬৭ টাকা।
বাড়ল পেট্রোলের দাম, কমল ডিজেলের
ABP Ananda, web desk
Updated at:
16 Sep 2016 08:23 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -