নয়াদিল্লি: আম আদমিকে সমস্যায় ফেলে পেট্রোল ও ডিজেলের দাম চড়ছে। গতকাল পেট্রোলের দাম বেড়ে হয় প্রতি লিটারে ৭৪.৪০ টাকা। কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের আমলে যা সবচেয়ে বেশি। অন্যদিকে ডিজেলের দাম বেড়ে রেকর্ড ছুঁয়ে ফেলে। গতকাল প্রতি লিটারে ডিজেলের দাম বেড়ে হয় ৬৫.৬৫ টাকা। এরফলে দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের অন্তঃশুল্কের হার কমানোর দাবি আরও জোরদার হয়েছে।
গত বছরের জুন মাস থেকে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি দৈনিক ভিত্তিকে জ্বালানির দাম নির্ধারন করছে। গতকাল দিল্লিতে পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে ১৯ পয়সা বাড়ানো হয়। এর আগের দিনই পেট্রোলে লিটার পিছু ১৩ পয়সা এবং ডিজেলে লিটারে ১৫ পয়সা দাম বাড়ে। আন্তর্জাতিক বাজারে দামের সঙ্গে সামঞ্জস্য রাখতেই এভাবে দাম বাড়ানো হয়েছে বলে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির পক্ষ থেকে জানানো হয়েছে।
রাজধানী দিল্লিতে গতকাল পেট্রোলের দাম বেড়ে হয় লিটারে ৭৪.৪০ টাকা। ২০১৩-র ১৪ সেপ্টেম্বরের পর এই মূল্য সর্বোচ্চ। ওই দিন পেট্রোলের দাম ছুঁয়েছিল লিটারে ৭৬.০৬ টাকা। ডিজেলের দাম গতকাল বেড়ে হয় ৬৫.৬৫ টাকা। এর আগে ডিজেলের দাম কখনওই এই পর্যায়ে পৌঁছয়নি।
পেট্রোল ও ডিজেলের দাম রাশ টানতে তেলমন্ত্রক অন্তঃশুল্ক কমানোর প্রস্তাব এ বছরের শুরুতেই দিয়েছিল। কিন্তু চলতি বছরের ১ ফেব্রুয়ারি পেশ করা বাজেটে ওই প্রস্তাবে সাড়া দেননি অর্থমন্ত্রী অরুণ জেটলি।
দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে ভারতেই এই দুটি জ্বালানির দাম সবচেয়ে বেশি। কারণ, তেলের দামের প্রায় অর্ধেকই কর।
২০১৪-র নভেম্বর থেকে ২০১৬-র জানুয়ারি পর্যন্ত জেটলি নয়বার অন্তঃশুল্কের হার বাড়িয়েছিলেন। আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম পড়তির মুখে থাকায় তহবিল সংগ্রহের জন্য এই হার এভাবে বাড়ানো হয়েছে। কিন্তু নয়বার বাড়লেও পরবর্তী সময়ে একবারই গত বছরের অক্টোবরে অন্তঃশুল্ক লিটারে ২ টাকা কমানো হয়েছিল।
অন্তঃশুল্ক কমানোর পাশাপাশি কেন্দ্র রাজ্যগুলি ভ্যাটের হার কমাতে বলেছিল। কিন্তু মাত্র চারটি বিজেপি শাসিত রাজ্য কেন্দ্রের এই নির্দেশ পালন করেছিল।
২০১৭-র অক্টোবরে অন্তঃশুল্ক হ্রাসের ফলে সরকার বার্ষিক ২৬,০০০ কোটি টাকা এবং চলতি অর্থবর্ষের বাকি সময়ের জন্য ১৩,০০০ কোটি টাকার রাজস্ব হারিয়েছিল।
কিন্তু এর আগে ২০১৪-র নভেম্বর থেকে ২০১৬-র জানুয়ারি পর্যন্ত সময়ে নয়বার অন্তঃশুল্কের হার বাড়িয়ে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হ্রাসের লাভ নিজের ঘরে তুলেছিল সরকার। সবমিলিয়ে ওই ১৫ মাসে প্রতি লিটার পেট্রোলে অন্তঃশুল্ক বেড়েছিল ১১.১৭ টাকা এবং ডিজেলের ক্ষেত্রে লিটারে ১৩.৪৭ টাকা।এরফলে সরকারের অন্তঃশুল্কবাবদ আয় ২০১৪-১৫-র ৯৯,০০০ কোটি টাকা থেকে বেড়ে ২০১৬-১৭-তে দ্বিগুণের বেশি ২,৪২,০০০ কোটি টাকায় পৌঁছয়।