নয়াদিল্লি: বর্তমানে দৈনন্দিন ভিত্তিতে পেট্রোল ও ডিজেলের দাম নির্ধারিত হচ্ছে।  গত জুলাই মাস থেকে এখনও পর্যন্ত পেট্রোলের দাম প্রতি লিটার ৬ টাকা বেড়েছে। গত তিন বছরে এই দাম সবচেয়ে বেশি।


জুলাইয়ের শুরু থেকে এখনও পর্যন্ত  ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটারে ৩.৬৭ টাকা, যা গত চারমাসের মধ্যে সবচেয়ে বেশি। দিল্লিতে এখন ডিজেলের দাম লিটার পিছু ৫৭.০৩ টাকা।

দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ৬৯.০৪ টাকা। তিন বছর আগে ২০১৪-র আগস্টের দ্বিতীয় পর্বে পেট্রোলের দাম উঠেছিল লিটারে ৭০.৩৩ টাকা।

মাসের প্রথম ও ষোড়শ দিন পেট্রোল ও ডিজেলের মূল্য নির্ধারণের ১৫ বছরের পুরানো প্রথা বাতিল করেছে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি। বর্তমানে দৈনন্দিন মূল্য সংশোধন করা হয়। গত ১৬ জুন থেকে পেট্রোল ও ডিজেলের দাম সকাল ছয়টায় সংশোধন করা হচ্ছে। প্রথম ১৫ দিন দাম একটু কমেছিল। কিন্তু গত ৩ জুলাই থেকে দাম উর্দ্ধমুখী।

গত ১৬ জুন দিল্লিতে পেট্রোলের দাম ছিল লিটারে ৬৫.৪৮ টাকা। গত ২ জুলাই পর্যন্ত তা কমে হয় ৬৩.০৬ টাকা। তারপর থেকেই দু-একদিন বাদ দিলে রোজই দাম বেড়ে চলেছে।

একইভাবে ডিজেলের দাম প্রতি লিটারে ১৬ জুন ছিল ৫৪.৪৯ টাকা। ২ জুলাই পর্যন্ত তা কমে হয়েছিস ৫৩.৩৬ টাকা। এরপর থেকেই দাম বাড়তে শুরু করে।

তেল কোম্পানির এক আধিকারিক বলেছেন, আগে এক দফাতেই ২ বা ৩ টাকা বাড়লে তার ধাক্কাটা বুঝতে পারা যেত। কিন্তু এখন দিনে ১ থেকে ১৫ পয়সা বাড়ছে। তাই দাম বৃদ্ধিটা সেভাবে নজরে পড়ছে না।