নয়াদিল্লি: রাজনীতিতে দুর্বৃত্তায়ন নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। বিভিন্ন রাজনৈতিক দল মুখে বড় বড় কথা বললেও কার্যকালে কিন্তু বিপরীত কাজই করে। এবারের গুজরাত বিধানসভা ভোটও তার ব্যতিক্রম নয়। রাজ্যের দ্বিতীয় দফায় ভোটে কংগ্রেসের ২১ শতাংশ প্রার্থী ও বিজেপির ১৫ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগে ফৌজদারি মামলা রয়েছে। অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)-এর রিপোর্টে এ কথা জানা গেছে।

দ্বিতীয় দফার নির্বাচনে যে ৮৫১ জন প্রার্থী মনোনয়ন পেশ করেছেন তাঁদের মধ্যে ৮২২ জনের হলফনামা খতিয়ে দেখেছে এডিআর। এই ৮২২ জনের মধ্যে ১০১ জন (১২ শতাংশ) প্রার্থী তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকার কথা ঘোষণা করেছেন। ৬৪ জন (৮ শতাংশ) প্রার্থী তাঁদের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, অপহরণ, মহিলাদের বিরুদ্ধে অপরাধের মতো গুরুতর ফৌজদারি মামলার কথা জানিয়েছেন। এডিআরের রিপোর্টে এই দাবি করা হয়েছে।

বড় দলগুলির মধ্যে বিজেপির ৮৬ জন প্রার্থীর মধ্যে ১৩ জন (১৫ শতাংশ), কংগ্রেসের ৮৮ প্রার্থীর মধ্যে ১৮ জন (২১ শতাংশ) এবং বিএসপি-র ৭৪ প্রার্থীর মধ্যে ২ জন (৩ শতাংশ) হলফনামায় তাঁদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলার কথা ঘোষণা করেছেন। এনসিপি-র ক্ষেত্রে এই হার ১৪ শতাংশ (সাতাশ প্রার্থীর মধ্যে তিনজন), আম আদমির ক্ষেত্রে ৪ শতাংশ (সাত প্রার্থীর মধ্যে ১ জন) তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলার কথা জানিয়েছেন।

উল্লেখ্য, আগামী ১৪ আগস্ট গুজরাতে দ্বিতীয় দফায় ৯৩ আসনে ভোট হবে। এই পর্বের আরও কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে এ ধরনের মামলা থাকতে পারে।