নয়াদিল্লি: রোহিত ভেমুলার ভাইকে মানবিকতার খাতিরে চাকরি দেওয়ার সিদ্ধান্তে আপত্তি জানিয়ে জনস্বার্থ আবেদন পেশ হল দিল্লি হাইকোর্টে। দিল্লির আপ সরকার হায়দরবাদ বিশ্ববিদ্যালয়ের আত্মঘাতী পড়ুয়ার ভাই ভেমুলা রাজা চৈতন্য কুমারকে গ্রুপ সি সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেয় গত ২৪ ফেব্রুয়ারি। এ ব্যাপারে বিজ্ঞপ্তিও জারি হয় গত ৩ মার্চ। পাশাপাশি তাঁর জন্য রীতি-নিয়মের বাইরে গিয়ে সরকারি আবাসনের ব্যবস্থাও করা হয়। রোহিতের ভাই নিজের ও তাঁদের পরিবারের জন্য সরকারের সহযোগিতা চেয়ে আবেদন করেছিলেন। তারপরই এগিয়ে আসে দিল্লির কেজরীবাল সরকার। কিন্তু অবধ কৌশিক নামে জনৈক ব্যক্তি এই সিদ্ধান্ত ‘একতরফা, বেআইনি, বৈষম্যমূলক, রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত’ বলে পিটিশনে অভিযোগ করেছেন। তাঁর বক্তব্য, এর পিছনে কোনও আইনের অনুমোদন নেই।


প্রথমে পিটিশনের শুনানি আজই নির্ধারিত হয় প্রধান বিচারপতি জি রোহিনী ও বিচারপতি জয়ন্ত নাথের বেঞ্চে। তবে বেঞ্চ না বসায় ১৭ মে শুনানির জন্য তালিকাভুক্ত হয় পিটিশনটি।