জাতীয় ফুল, পদ্ম কেন বিজেপির নির্বাচনী প্রতীক? বাতিলের আর্জি
web desk, ABP Ananda | 07 Jul 2016 02:05 PM (IST)
মুম্বই: পদ্মফুল বিজেপির কাছ থেকে কেড়ে নিতে পিটিশন! পদ্ম জাতীয় ফুল। কিন্তু তাকে ভোট পাওয়ার জন্য ব্যবহার করে ১৯৫০ সালের প্রতীক ও নাম (অপব্যবহার রোধ) আইন লঙ্ঘন করছে বিজেপি, এমনই অভিযোগে পিটিশন দিয়েছেন হেমন্ত পাতিল নামে জনৈক সমাজকর্মী। তাঁর দাবি, বিজেপির নির্বাচনী প্রতীক হিসাবে পদ্মফুলের ব্যবহার বাতিল করার নির্দেশ দেওয়া হোক। পদ্মফুল জাতীয় ফুল হওয়ায় তাকে দলীয় প্রতীক হিসাবে কাজে লাগানো যায় না বলে অভিমত পাতিলের। বম্বে হাইকোর্টে পেশ করা তাঁর পিটিশনে বলা হয়েছে, পদ্ম পবিত্র ফুল। প্রাচীন ভারতের শিল্প ও পুরাকাহিনিতে তার আলাদা জায়গা আছে। ভারতীয় সংস্কৃতির একটি শুভ চিহ্ন হিসাবে দেখা হয় তাকে। দেবী লক্ষ্মীর ফুল পদ্ম। তা সম্পদ, সমৃদ্ধ, উর্বরতাকে বোঝায়। শুদ্ধতা, সাফল্য, দীর্ঘ জীবন, সৌভাগ্যের প্রতীক এই ফুল। তাকে কখনই ভোটের জন্য কোনও দলই ব্যবহার করতে পারে না। তিনি নির্বাচন কমিশনের কাছে পদ্মফুলকে বিজেপির নির্বাচনী প্রতীক হিসাবে বাতিল করার দাবি জানালেও তা বিবেচনা করা হয়নি বলেই তিনি আদালতের দরজায় এসেছেন, জানান আবেদনকারী। ২৫ বছর আগে নির্বাচন কমিশন বিজেপিকে পদ্মফুল প্রতীক হিসাবে ব্যবহারের সম্মতি দেয়। এতে সংশ্লিষ্ট আইন লঙ্ঘন হলেও এতকাল কোনও দল বা ব্যক্তি এতে আপত্তি জানায়নি, বলা হয়েছে পিটিশনে। আবেদনকারী বলেন, বিজেপিকে পদ্মফুল প্রতীক হিসাবে বরাদ্দ করার যাবতীয় নথিপত্র পেশ করতে কমিশনকে নির্দেশ দেওয়া হোক। ততদিন ওই প্রতীক বাজেয়াপ্ত থাকুক।