আমদাবাদ: ভারত-পাক সম্পর্কের চলতি উত্তেজনাকর পরিস্থিতির মাঝে গুজরাতের পোরবন্দরের নৌসেনা ঘাঁটিতে গুলির আওয়াজ নিয়ে চাঞ্চল্য ছড়াল। যদিও পরে জানা যায়, এব্যাপারে ভুয়ো আতঙ্ক ছড়িয়েছিল। গুলির শব্দ শুনতে পাওয়ার খবর পাওয়া মাত্র  পুরো এলাকা নিরাপত্তা বাহিনী তল্লাশি চালায়। কিন্তু অভিযোগের সত্যতার কোনও প্রমাণ মেলেনি।


পোরবন্দরের পুলিশ সুপার তরুণ কুমার দুগ্গল বলেছেন, এদিন সকালে নৌঘাঁটির কমিউনিকেশন রুমের এক রক্ষী জানান যে, তিনি দু-তিনবার গুলি চালানোর আওয়াজ শুনতে পেয়েছেন। তাঁর অভিযোগ পাওয়ার পরই পুলিশ পুরো এলাকায় প্রায় তিন ঘন্টা তল্লাশি চালায়। কিন্তু কোনও কিছুই মেলেনি।

নৌঘাঁটিতে কোনও বিস্ফোরণ ঘটার কথাও অস্বীকার করেছেন পুলিশ সুপার।

উল্লেখ্য, নিয়ন্ত্রণ রেখার ওপারে সার্জিক্যাল স্ট্রাইকের পর গুজরাত উপকূলের এই নৌসেনা ঘাঁটিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।