নয়াদিল্লি: মোদী সরকার হিন্দুত্বের প্রতিশ্রুতি যেমন পালন করেনি, তেমনই উন্নয়নের প্রতিশ্রুতিও পালন করেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেন ক্ষমতার ফলে অহঙ্কারী না হয়ে ওঠেন। চিঠি লিখে এই হুঁশিয়ারিই দিলেন বিশ্বহিন্দু পরিষদের নেতা প্রবীণ তোগাড়িয়া। তিনি চিঠিতে লিখেছেন, ‘নির্বাচনে জয় শতাংশের হিসেব, ভোটার তালিকা ও ইভিএম-এর খেলা। কিন্তু প্রতিশ্রুতি পালন করলে তবেই একজন নেতা প্রজালক্ষ্মী হয়ে ওঠেন। ভাই, আপনি দয়া করে ক্ষমতার স্রোতে ভেসে যাবেন না। এর ফলে জড়তা আসে, দেশ গড়ার কাজ হয় না। চলুন আমরা মুখোমুখি বসে পুরনো দিনের মতো হাতে রাস্তার পাশের দোকানের চা খেতে খেতে হৃদয়ের কথা বলি। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নিই আমরা।’
এই চিঠির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তোগাড়িয়া বলেছেন, ‘গত ১২ বছর ধরে মোদীর সঙ্গে আমার দেখা বা কথা হয়নি। তবে আমি মোটাভাইয়ের সঙ্গে দেখা করতে চাই। অযোধ্যায় রামমন্দির তৈরি সহ হিন্দুদের জন্য বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে আমি তাঁর সঙ্গে আলোচনা করতে চাই। অযোধ্যায় বিতর্কিত অঞ্চলের কাছে অন্য কোনও কাঠামো তৈরি করা এখন সম্ভব নয়। একমাত্র সংসদে আইন পাশ হলেই সেটা সম্ভব। বিজেপি-র লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা আছে। তাই এই আইন করা উচিত।’
তোগাড়িয়া আরও বলেছেন, সারা দেশে গো-হত্যা বন্ধ করার জন্য আইন করতে হবে, গোরক্ষকদের বিরুদ্ধে সব রাজ্যকে যে পরামর্শ দিয়েছে কেন্দ্র, সেটা প্রত্যাহার করতে হবে এবং অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে হবে।
কৃষকদের ফসলের জন্য খরচের দেড় গুণ দাম পাওয়ার দাবিকে সমর্থন করেছেন বিশ্বহিন্দু পরিষদের এই নেতা। তাঁর দাবি, কৃষিকাজে ব্যবহৃত কোনও যন্ত্রাংশের উপর জিএসটি ধার্য করা চলবে না এবং কৃষকদের ঋণ মকুব করতে হবে। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের নামে নয়া শ্রমিক-বিরোধী আইন করা হয়েছে বলেও অভিযোগ তোগাড়িয়ার। তাঁর মতে, এর ফলে দেশের মানবসম্পদে আঘাত করা হচ্ছে।
ক্ষমতার ফলে অহঙ্কারী হবেন না, প্রতিশ্রুতি পালন করুন, মোদীকে চিঠি তোগাড়িয়ার
Web Desk, ABP Ananda
Updated at:
14 Mar 2018 09:43 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -