নয়াদিল্লি: নিজের মন্ত্রীরা বিমুদ্রাকরণ কর্মসূচি জনপ্রিয় করতে কতটা ঘাম ঝরিয়েছেন, জানার প্রক্রিয়া শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সম্প্রতি ক্যাবিনেটের বৈঠকে নির্দেশ দিয়েছেন, গত তিন মাসে তাঁর মন্ত্রীরা কে কোথায় গিয়েছেন, তার বিস্তারিত তথ্য দিতে হবে। সোমবারের মধ্যেই তিনি এ ব্যাপারে সব জানাতে বলেছেন বলে খবর।
একটি সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী নরেন্দ্র সিংহ টোমারকে এ ব্যাপারে বাকি মন্ত্রীদের সঙ্গে সমন্বয় করতে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রটি বলেছে, গত তিন মাসে দিল্লির বাইরে সফর করে থাকলে তার যাবতীয় তথ্য জানাতে বলা হয়েছে মন্ত্রীদের। সফরে গিয়ে না থাকলে জানাতে হবে, ওই সময়ের মধ্যে তিনি দিল্লিতেই ছিলেন কিনা, অফিস করেছেন কিনা। মন্ত্রীরা বিশেষ করে নোট বাতিল ও অন্যান্য সরকারি প্রকল্প সম্পর্কে প্রচার করতে নিজ নিজ কেন্দ্রের বাইরে ঘুরেছেন কিনা, সেটা জানার চেষ্টা হচ্ছে। মন্ত্রীরা সরকারি কাজ ও দলের কাজকর্মের মধ্যে কতটা ভারসাম্য রাখতে পারছেন, সেটা জানাও এই অভিযানের উদ্দেশ্য।
নোট বাতিলের প্রচারে কতটা, গত ৩ মাসে মন্ত্রীদের সফরের বিস্তারিত তথ্য চাইলেন মোদী
Web Desk, ABP Ananda
Updated at:
12 Feb 2017 05:39 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -