নয়াদিল্লি: দেশে করদাতাদের সংখ্যা বর্তমানের তুলনায় দ্বিগুণ করতে হবে। কর-আধিকারিকদের নতুন টার্গেট বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বৃহস্পতিবার দু-দিন ব্যাপী বার্ষিক কর-প্রশাসকদের সম্মেলনের উদ্বোধনী বক্তৃতা পেশ করতে গিয়ে মোদী জানান, প্রশাসন দাঁড়িয়ে রয়েছে পাঁচটি স্তম্ভের ওপর – রাজস্ব, দায়বদ্ধতা, সততা, তথ্য এবং ডিজিটাইজেশন (সংক্ষেপে RAPID)। তিনি বলেন, প্রত্যেক নাগরিকের উচিত আইনকে সম্মান জানানো। একইভাবে আইন ভঙ্গকারীদের মনেও ভয় থাকাটা জরুরি।
প্রধানমন্ত্রী মনে করেন, কর আদায়কারীদের ভয় পাওয়ার কিছুই নেই। তাঁর মতে, ট্যাক্সমেন ও কমন-ম্যানের মধ্যে একটা বিশ্বাসের সেতু থাকা প্রয়োজন। দেশের অগ্রগতির জন্য গোটা কর-দেওয়ার প্রক্রিয়ার ডিজিটাইজেশনের পক্ষে জোর সওয়াল করেন মোদী।
তিনি বলেন, কর দিতে গিয়ে সাধারণ মানুষের হয়রানি হওয়াটা বাঞ্ছনীয় নয়। মোদী বলেন, সকলেই কর-ফাঁকি দিচ্ছেন, এমনটা ভাবা উচিত নয় কর-আদায়কারীদের। সাধারণ মানুষের সঙ্গে তাঁদের নম্রভাবে ব্যবহার করা উচিত।
যদিও, এর সঙ্গেই কর-আধিকারিকদের সামনে নতুন টার্গেটও দিয়ে আসেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, দেশের মোট করদাতাদের সংখ্যা যাতে ১০ কোটি পৌঁছয়, সেজন্য বিশেষ দায়িত্ব নিতে হবে। প্রসঙ্গত, বর্তমানে দেশে মোট করদাতার সংখ্যা ৫.৪৩ কোটি।
টার্গেট ১০ কোটি! দেশে মোট করদাতার সংখ্যা দ্বিগুণ করার নির্দেশ মোদীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Jun 2016 01:38 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -