নয়াদিল্লি: বারাণসীর দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর। অন্তত ১৯ জন বারাণসীর রাজঘাট সেতুতে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন। জখম হয়েছেন বহু মানুষ। শনিবার দুপুরে ধর্মীয় অনুষ্ঠানে সেখানে জমায়েত হয়েছিল পূন্যার্থীদের। সেখানেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। খবর পেয়েই ট্যুইট করে শোক, সমবেদনা জানান নরেন্দ্র মোদী।




লেখেন, বারাণসীর পদপিষ্ট হওয়ার ঘটনায় অনেকের জীবনহানিতে গভীর দুঃখ পেয়েছি। নিহতদের পরিবারবর্গকে সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।

আরও একটি ট্যুইটে তিনি লেখেন, বারাণসীর পদপিষ্ট হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব সহযোগিতা দিতে সংশ্লিষ্ট কর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছি।

 



পাশাপাশি ক্ষতিপূরণও ঘোষণা করেছেন তিনি। নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এককালীন সাহায্য মিলবে। আহতরা প্রত্যেকে পাবেন ৫০ লক্ষ টাকা।

পদপিষ্ট হয়ে ১৯ জনের প্রাণহানিতে শোক, সমবেদনা জানিয়েছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী, রাহুল গাঁধীও। তিনি হতাহতদের পরিবারকে যাবতীয় সহযোগিতা, সহায়তা দিতে উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটি, বারাণসী কংগ্রেস কমিটি ও স্থানীয় কংগ্রেস কর্মীদের নির্দেশ দিয়েছেন। কংগ্রেস সহ সভাপতি ট্যুইট করেছেন, বারাণসীর পদপিষ্ট হয়ে মৃত্যুর খবরে শোকাহত, স্তব্ধ আমি। মর্মান্তিক ঘটনার বলি হওয়া লোকজনের পরিবারগুলিকে আমার আন্তরিক সমবেদনা জানাই।